ETV Bharat / city

টিকিটে ছাপানো আগের দামই, তবু 50-100 টাকা ভাড়া বেড়েছে দূরপাল্লার বাসে

author img

By

Published : Jul 14, 2021, 7:04 AM IST

Updated : Jul 14, 2021, 6:31 PM IST

long distance bus fare increased
long distance bus fare increased

সরকারিভাবে ভাড়া না বাড়লেও, যে যার মত ভাড়া নিয়ে পরিষেবা দিচ্ছে বিভিন্ন দূরপাল্লার যাত্রী পরিবহণ সংস্থা । প্রতিটি রুটেই বাস ভাড়া বেড়েছে 50 থেকে 100 টাকা ৷ বেসরকারি বাসের পাশাপাশি সরকারি বাসেও ভাড়া বেড়েছে অনিয়ন্ত্রিতভাবে । কোনও রুটে 50 টাকা আবার কোনও রুটে একধাক্কায় 100 টাকা ভাড়া বেড়েছে ।

কলকাতা, 14 জুলাই : পেট্রল ও ডিজ়েলের মূল্যবৃদ্ধির জের ৷ সরকারিভাবে ভাড়া না বাড়লেও যে যার মত ভাড়া নিয়ে পরিষেবা দিচ্ছে বিভিন্ন দূরপাল্লার যাত্রী পরিবহণ সংস্থা । প্রতিটি রুটেই বাস ভাড়া বেড়েছে 50 থেকে 100 টাকা ৷ বেসরকারি বাসের পাশাপাশি অলিখিতভাবে বেশ কিছু সরকারি বাসেও ভাড়া বেড়েছে । কোনও রুটে 50 টাকা আবার কোনও রুটে একধাক্কায় 100 টাকা ভাড়া বেড়েছে ।

শুধু যে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িরগুলির ক্ষেত্রেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে এমনটা নয় । সাধারণ বাসের ক্ষেত্রেও বেড়েছে ভাড়া । তৃণমূল পরিচালিত অল প্রাইভেট স্টেট ক্যারিয়েজ লং-রুট বাস ওয়ার্কারস ইউনিয়নের সাহিল ওয়ার্সি বলেন , "যেভাবে প্রায় প্রতিদিন পেট্রল ও ডিজ়েলের দাম বাড়ছে, এর জেরে বাস মালিকরা আর বাস চালাতেই চাইছেন না । যাত্রীও নেই বললেই চলে । তাই উত্তর ও দক্ষিণবঙ্গের বহু রুটে মালিকরা টিকিটের দামের উপর বাড়তি টাকা নিয়ে বাস চালাচ্ছে ।"

আরও পড়ুন : খাল সংস্কারের কাজ করতে গিয়ে হতবাক পৌরনিগম, উধাও খালের একাংশ

বাস মালিকদের বক্তব্য কলকাতায় ফেরার সময় বাসগুলি একদম ফাঁকা থাকে । তাই বাসের ভাড়া না বাড়ালে বাস চালানো, কর্মচারীদের বেতন ও বাসের রক্ষণাবেক্ষণ করা অসম্ভব । এক বেসরকারি দূরপাল্লার যাত্রী পরিবহণ সংস্থার টিকিট বিক্রেতা দেবাশিষ গুপ্ত বলেন ," আমরা স্টেট ট্রান্সপোর্ট অথরিটিকে লিখিতভাবে বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি জানিয়েছি । তবে এই বিষয় এখনও কোনও সদুত্তর মেলেনি । তাই এই পরিস্থিতিতে সংসার চালাতে আবারও বেসরকারি বাস মালিকরা পরিষেবা চালু করেছে । তাই টিকিটে আগের দাম লেখা থাকলেও যে যার মতো বেশি ভাড়া নিচ্ছে । "

Last Updated :Jul 14, 2021, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.