ETV Bharat / city

অন্যের বউকে বন্ধু বলে 24 ঘণ্টা ঘরে রেখে দিয়েছে শোভন, আক্রমণ কুণালের

author img

By

Published : Jan 14, 2021, 7:03 PM IST

Updated : Jan 14, 2021, 7:44 PM IST

শোভন-কুণাল বাকযুদ্ধ৷ কুণালকে ‘পকেটমার’ বললেন শোভন৷ পালটা আক্রমণে শোভন-বৈশাখির বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ৷ তাঁর দাবি, অন্যের বউকে বন্ধু বলে 24 ঘণ্টা ঘরে রাখতে কেমন লাগে, তার ব্যাখ্যা আগে দিক শোভন৷

kunal ghosh's reaction on sovon chatterjee
অন্যের বউকে বন্ধু বলে 24 ঘণ্টা ঘরে রেখে দিয়েছে শোভন, আক্রমণ কুণালের

কলকাতা, 14 জানুয়ারি : এবার শোভন চট্টোপাধ্যায়কে পালটা আক্রমণ করলেন কুণাল ঘোষ৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সরাসরি প্রশ্ন তুললেন শোভন-বৈশাখির সম্পর্ক নিয়ে৷

তাঁর দাবি, অন্যের বউকে বন্ধু বলে 24 ঘণ্টা ঘরে রাখতে কেমন লাগে, তার ব্যাখ্যা আগে দিক শোভন৷ তিনি দাবি করেছেন যে বাংলায় বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি হয়েছে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে৷ তাঁর মতে, শোভন বৈশাখির বন্ধুত্ব হচ্ছে 24X7৷ তাই তিনি বিজেপির কলকাতা জোনের নবনিযুক্ত পর্যবেক্ষকের উদ্দেশ্যে পরামর্শ ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘‘ও (শোভন) আগে ওগুলো সামলাক৷’’

তিনি শোভন চট্টোপাধ্যায়কে ‘বৈশাখির গ্ল্যাক্সো বেবি’ বলেও কটাক্ষ করেছেন৷ একই সঙ্গে শোভনের জন্য বিজেপির মানেও বদলে দিয়েছেন তিনি৷ তাঁর কটাক্ষ, শোভনের কাছে বিজেপি মানে ‘বৈশাখি জানেমন পার্টি’৷ পাশাপাশি তাঁর কটাক্ষ যে শোভন চট্টোপাধ্যায় বৈশাখির আঁচল ধরে বসে আছেন৷ তাঁর বক্তব্য, ‘‘চোলি কে পিছে ক্যায়া হ্যায়, শোভন হ্যায়৷’’

শোভনকে আক্রমণ কুণালের

আজ, বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়৷ তাঁর সঙ্গে বিজেপির কলকাতা জোনের সহ-আহ্বায়ক বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও ছিলেন৷ সেখানে শোভন চট্টোপাধ্যায় কুণাল ঘোষকে ‘পকেটমারের’ সঙ্গে তুলনা করেন৷ তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে শোভন-বৈশাখির বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ৷

আরও পড়ুন : সরকারের উচিত তদন্ত করা, বাগবাজারের আগুন প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

এর আগে এদিন শোভন চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন যে চিটফান্ডে কাণ্ডে জেল খেটেছেন কুণাল৷ সেই লোক কীভাবে অন্যের দিকে অভিযোগের আঙুল তোলেন? সেই প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য, তাঁর গ্রেপ্তারি ঠিক ছিল না বলে সিবিআই আদালতে জানিয়েছে৷ তার পর শোভন কেন প্রশ্ন তুলছেন, পালটা এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাজ্যসভার এই প্রাক্তন সাংসদ৷

Last Updated : Jan 14, 2021, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.