ETV Bharat / city

KMC Sewerage Department : কর্মীরা কাজে ফাঁকি দিচ্ছে ? অভিযোগ পেতে ব্যক্তিগত নম্বর দিলেন তারক সিং

author img

By

Published : Feb 8, 2022, 10:21 PM IST

দীর্ঘ কয়েক বছর ধরেই কলকাতার অন্যতম মাথাব্যথা শহরের জমা জল ৷ স্বল্প বৃষ্টিতেই জল জমে যায় তিলোত্তমায় ৷ সেই সমস্যা মেটাতেই এবার আরও তৎপর হচ্ছে কলকাতা পৌরনিগম (KMC is keen to solve the water logging problem) ৷

KMC NEWS
তারক সিং

কলকাতা, 8 ফেব্রুয়ারি : দীর্ঘদিন ধরেই জমা জল এবং নাগরিক অভিযোগে নাজেহাল কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ । সেই সমস্যা মেটাতে এবার কড়া দাওয়াই দিতে চলেছে কলকাতা পৌরনিগম ৷ নিকাশি কাজে ফাঁকি দেওয়া নিয়ে কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তারক সিং পৌরনিগমের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, ‘‘নিকাশি বিভাগের কর্মীদের কাজে ফাঁকি দিতে দেখলে ছবি তুলে আমায় হোয়াটসঅ্যাপ করুন ৷ এতে আপনাদের লাভ, কলকাতার লাভ ৷’’ নিজের ব্যক্তিগত নম্বরও দিলেন তিনি (KMC Sewerage Department Mayors Council Tarak Singh gives his personal number) ৷

কয়েক বছর ধরেই অল্প বৃষ্টিতে ভাসছে কলকাতা । আর সেই জল জমার অভিযোগে নাজেহাল নিকাশি বিভাগ । কোষাগারের হাল খারাপ হলেও নাগরিকদের সুরাহা দিতে শহর জুড়ে পলি তোলা-সহ নানা নিকাশি কাজ শুরু করেছে কলকাতা পৌরনিগম । এর মধ্যেই নিকাশি বিভাগের মেয়র পারিষদ বলেন, ‘‘জমা জলের সমস্যার ক্ষেত্রে শুধু অভিযোগ জানালেই হবে না । নাগরিকদের কাছে অনুরোধ, নিকাশি বিভাগের কর্মীদের কাজে ফাঁকি দিতে দেখলে আমাকে সরাসরি জানান । আমি পদক্ষেপ নেব ।’’

আরও পড়ুন : বিপজ্জনক বাড়ি সংস্কার আইন ফের সংশোধনের পথে কলকাতা পৌরনিগম

এদিন কলকাতা কর্পোরেশনের নিকাশি বিভাগের কর্মীদের সমস্যা নিয়ে বৈঠকে বসেন তারক সিং । সেখানে সমস্যা হিসেবে উঠে এল কর্মীদের পিএফ থেকে শুরু করে বেতন-সহ একাধিক বিষয় । বৈঠক শেষে তিনি জানান, তাঁদেরও অনেক সমস্যা আছে । পৌরনিগমের আর্থিক সমস্যার কারণেই অনেক সময় বেতন দিতে দেরি হচ্ছে । সেটা ঠিক করার চেষ্টা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.