ETV Bharat / city

Chancellor Row: আচার্য পদে মুখ্যমন্ত্রী নন, কোনও শিক্ষাবিদকেই চাইছেন বিশিষ্টরা

author img

By

Published : Jun 11, 2022, 10:05 PM IST

intellectuals want an educationist as a chancellor of universities
Chancellor Row: আচার্য পদে মুখ্যমন্ত্রী নন, কোনও শিক্ষাবিদকেই চাইছেন বিশিষ্টরা

রাজ্য়ের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে (Chancellor) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) চাইছেন না বিশিষ্টদের একাংশ ৷ তাঁরা ওই পদে একজন শিক্ষাবিদকেই চাইছেন ৷ বিশিষ্টদের এই তালিকায় রয়েছেন বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, সমীর আইচ, অনীক দত্ত প্রমুখ ৷

কলকাতা, 11 জুন: রাজ্যের পরিচালনাধীন বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে (Chancellor) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে (Mamata Banerjee) বসানোর উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, শিক্ষা দফতর ছাড়া অন্যান্য দফতরের অধীনে যেসব বিশ্ববিদ্যালয় আছে, তারও আচার্য হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা ৷ কিন্তু, রাজ্য প্রশাসনের এই উদ্যোগে সন্তুষ্ট নন বিশিষ্টদের একাংশ ৷ তাঁদের দাবি, কোনও শিক্ষাবিদকেই আচার্য পদে বসানো হোক ৷ এঁদের বক্তব্য হল, এমন একজনকে এই পদে বসানো হোক, যাঁর সঙ্গে রাজনৈতিক রঙের সম্পর্ক নেই।

সংশ্লিষ্ট একটি বিবৃতিতে বলা হয়েছে, "কোনও রাজনৈতিক বা প্রশাসনিক প্রধান আচার্য হলে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার ভঙ্গ হবে ৷" এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, শিল্পী সমীর আইচ, পরিচালক অনীক দত্ত-সহ অনেকেই ৷ একইসঙ্গে, রাজ্যপালের আচার্য পদে থাকারও বিরোধিতা করেছেন বিশিষ্টজনেরা। পাশাপাশি, এই পদে মুখ্যমন্ত্রীর থাকাটাও সমীচীন নয় বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুন: Governor on Chancellor Change : 'সই করলে তবেই না অর্ডিন্যান্স ইস্যু', ধনকড়ের মন্তব্যে নয়া দ্বন্দ্বের ইঙ্গিত

বিশিষ্টদের বক্তব্য, তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানে কোনও রাজনীতি চান না ৷ তাই রাজনৈতিক প্রভাবমুক্ত মানুষেরই এই পদে আসা উচিত বলে মনে করেন তাঁরা। প্রসঙ্গত, রাজ্য এবং রাজ্যপালের মধ্যে বিবাদের আবহেই রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই পদেই মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার কথা হয়েছে ৷ এ নিয়ে এর আগেই প্রস্তাব পাশ হয়েছে রাজ্য মন্ত্রিসভায়। তবে, রাজ‍্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) এই সংক্রান্ত বিলে স্বাক্ষর করে অনুমতি না দেওয়া পর্যন্ত নতুন আইন বলবৎ করা সম্ভব নয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.