Mamata Challenges Opposition: বিজেপি বিধায়কদের বাড়িতে হানা দিলেও টাকার পাহাড় উদ্ধার হবে, বিধানসভায় চ্যালেঞ্জ মমতার

author img

By

Published : Sep 19, 2022, 5:48 PM IST

Updated : Sep 19, 2022, 6:17 PM IST

Mamata Banerjee

বিজেপি বিধায়কদের বাড়িতে (BJP MLA house) হানা দিলেও টাকার পাহাড় উদ্ধার হবে ৷ বিধানসভায় দাঁড়িয়ে এই ভাষাতেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee in Assembly)৷

কলকাতা, 19 সেপ্টেম্বর: বিজেপি বিধায়কদের বাড়িতে (BJP MLA house) হানা দেওয়া হলে সেখান থেকেও টাকার পাহাড় বেরোবে ৷ বিধানসভায় দাঁড়িয়ে দুর্নীতি প্রশ্নে পাল্টা তোপ দেগে এই ভাষাতেই বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Challenges Opposition)৷ বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকার কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি অভিযুক্ত বিজেপি নেতাদের বাড়িকে অভিযান চালাচ্ছে না বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Assembly)৷

আজ সিবিআই ও ইডি-র অতি সক্রিয়তা নিয়ে প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায় ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যে প্রস্তাব আনা হয়েছে, তা কারওকে নিন্দা করার জন্য নয় ৷ নিরপেক্ষতা প্রমাণ করতেই এই প্রস্তাব ৷ কোনও রং দেখে নয়, যে অপরাধ করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে বলে মত মমতার ৷ তাঁর দাবি, বিজেপির বিধায়কদের বাড়িতে হানা দিলেও বিপুল পরিমাণে টাকা উদ্ধার হবে ৷ তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি গেরুয়া শিবিরের কোনও নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর ৷ এ প্রসঙ্গে তাঁর নিশানায় ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

বিধানসভায় এ দিন মমতা বলেন, "রাজ্য সরকারকে না জানিয়ে মধ্যরাতে অনেকের বাড়ি হানা দেওয়া হচ্ছে ৷ আর টাকার গল্প শোনাচ্ছেন ৷ যে ক'জন আজ গেরুয়া পরে এসেছেন, তাঁদের সবার বাড়িতে রেইড হোক ৷ আমি চ্যালেঞ্জ করছি, টাকার পর টাকার পাহাড় বেরোবে ৷ শেখাচ্ছেন আমাদের ? তৃণমূলে এলে কয়লা, আর বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন ৷ কিছু দেখতে পায় না চোখে ৷"

মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, "নারদ সারদা নিয়ে অভিযোগ করার পর ফিরহাদ হাকিমের ডাক পড়ে, সুব্রত মুখোপাধ্যায়ের ডাক পড়ে, তাপস পাল জেলে ছিলেন, মারা গিয়েছেন ৷ সুলতান আহমেদ দুঃখে মারা গিয়েছেন ৷ আপনাদের যিনি প্রধান এখানে আছেন, তাঁর বাড়িতে কটা রেইড হয়েছে ? অভিষেকের বাড়িতে গিয়েছে ৷ ওর বউকে ডেকেছে, ওর বাচ্চাকে ডেকেছে ৷ আমার পার্টির নেতাদের ডেকেছে ৷ কেউ অন্যায় করে থাকলে দোষীদের শাস্তি হবে ৷ আমি অন্যায়কারীকে সুরক্ষা দিচ্ছি না ৷ আলু আর আলু বোখরা এক নয় ৷ যে চোর, চোরেদের সবার আইনত শাস্তি হবে ৷ তুমি চুরি করে সাধু মহারাজ কারণ আজ বিজেপি ক্ষমতায় আছে ৷"

আরও পড়ুন: ইডি-সিবিআইয়ের অভিযানের পিছনে মোদির মদত ! বিশ্বাস করেন না মমতা

এরপরই বিরোধী দলনেতার উদ্দেশে মমতার তোপ, "চ্যালেঞ্জ করছি একটাও যদি প্রমাণ করতে পারিস ৷ তোদের মতো চোর আমরা নই রে ৷ জিজ্ঞেস করুন, স্বচ্ছবাবুর কত পেট্রল পাম্প, কত ফ্ল্যাট ? ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মাই বডি ৷ ইডি সিবিআই আপনাকে টাচ করতে পারবে না ৷ সময় দিন না 24 ঘণ্টা ৷ ইডি সিবিআই যাক ৷ আমরা শুধু সাথে থাকব ৷ দেখিয়ে দেব কোথা থেকে কী বেরোচ্ছে ৷ চ্যারিটি বিগিনস অ্যাট হোম ৷ আয়নার নিজের মুখ দেখুন ৷ আমি গর্ব করে বলছি সিআইডি খুব ভালো কাজ করছে ৷ আপনার সিবিআইতে ভয় নেই, সিআইডিতে ভয় কেন ?"

Last Updated :Sep 19, 2022, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.