ETV Bharat / city

Calcutta High Court: ঝাড়খণ্ডের 3 বিধায়ককে বিশেষ আদালতে তোলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

author img

By

Published : Aug 11, 2022, 9:59 PM IST

ঝাড়খণ্ড বিধায়কদের গ্রেফতারের মামলায় আজই তিন বিধায়ককে হাওড়ার বিশেষ আদালতে তোলার নির্দেশ দিয়েছ কলকাতা হাইকোর্ট (High Court Order)।

High Court Order
ঝাড়খণ্ডের 3 বিধায়ককে বিশেষ আদালতে তোলার নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 11 অগস্ট: ঝাড়খণ্ড বিধায়কদের গ্রেফতারের মামলায় বৃহস্পতিবার তিন বিধায়ককে হাওড়ার বিশেষ আদালতে তোলার নির্দেশ কলকাতা হাইকোর্টের (High Court Order)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চ এদিন নির্দেশ দেন, বিধায়কদের যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাতে হাওড়ার চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের ক্ষমতা নেই বিধায়কদের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়ার। তাই অবিলম্বে আজই বিশেষ আদালতে বিধায়কদেরকে হাজির করাতে হবে তাঁদের । আগামিকাল তাদের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

এদিন ঝাড়খণ্ড বিধায়কদের পক্ষে আইনজীবী শেখর বোস বলেন, ‘‘যে টাকা উদ্ধার হয়েছে বিশ্ব আদিবাসী দিবসে শাড়ি কেনার জন্য টাকা নিয়ে এসেছিলেন তারা । এর মধ্যে দোষ কোথায় ? এফআইআর দায়ের হয়েছে গ্রেফতারের পরের দিন । 467 ধারা (বেআইনি অর্থ উদ্ধার) মামলা দায়েরর পর যুক্ত করা হয়েছে ।’’
এরপরেই বিচারপতি রাজ্যের আইনজীবী শ্বাশত গোপাল মুখোপাধ্যায়কে প্রশ্ন করেন, ‘‘কেন বিধায়কদের নিম্ন আদালতে (সিজেএম) তোলা হয়েছে বিশেষ আদালতের পরিবর্তে ?’’ যে ধরনের অভিযোগ তাতে বিধায়কদের বিশেষ কোর্টে তোলার কথা । বিচারপতির এই প্রশ্নে বেকায়দায় পড়েন রাজ্যের আইনজীবী ৷
যিদিও তিনি কোনও সদুত্তর দিতে পারেননি।

আরও পড়ুন: ঝাড়খণ্ডের 3 বিধায়ক গ্রেফতারি মামলার তদন্ত রাজ্য পুলিশই করবে: হাইকোর্ট

তারপরই বিচারপতি আজকেই বিধায়কদের বিশেষ আদালতে তোলার নির্দেশ দেন বিধায়কদেরকে। আগামিকাল সকালে বিধায়কদের জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে । বিচারপতি নির্দেশে উল্লেখ করেন চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেটের ক্ষমতা নেই এই মামলায় পুলিশকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়ার।
হাওড়ার বিশেষ আদালতে আজই তোলার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.