ETV Bharat / city

Jagdeep Dhankhar : শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাত্রা ধনকড়ের, সফর নিয়ে জল্পনা

author img

By

Published : Jun 15, 2021, 1:13 PM IST

Updated : Jun 15, 2021, 4:23 PM IST

গতকালই শুভেন্দু অধিকারী-সহ (Subhendu Adhikari) বিজেপির বিধায়করা রাজভবনে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে এসেছেন ৷ তার কয়েক ঘণ্টা কাটতে না-কাটতেই আজই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)৷ তাঁর এই সফর ঘিরে শুরু হয়েছে জল্পনা ৷

governor jagdeep dhankhar to visit New Delhi for 2 days after meeting subhendu adhikari
শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাচ্ছেন ধনকড়, সফর নিয়ে শুরু জল্পনা

কলকাতা, 15 জুন: রাজ্যের বিরোধী দলের বিধায়কদের সম্মিলিত অভিযোগের পরই এ বার দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ টুইট করে এ কথা তিনি নিজেই জানিয়েছেন ৷ গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ (Subhendu Adhikari) বিজেপির 51 জন বিধায়কের পাশে বসে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তোপ দেগেছিলেন ধনকড় ৷ তার কয়েক ঘণ্টা কাটতে না-কাটতেই আজ রাজ্যপালের দিল্লি যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

governor jagdeep dhankhar to visit New Delhi for 2 days after meeting subhendu adhikari
শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাচ্ছেন ধনকড়, সফর নিয়ে শুরু জল্পনা

আজ সকালে রাজ্যপাল জগদীপ ধনকড়ের টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, 'পশ্চিমবঙ্গের সম্মানীয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনকড় নয়াদিল্লি যাচ্ছেন ৷ রাজ্যপাল ধনকড় 15 জুন, 2021 -এর সন্ধেয় দিল্লির উদ্দেশে রওনা দেবেন এবং 18 জুন, 2021-এর বিকেলে কলকাতায় ফিরবেন' ৷ তবে তাঁর সফরসূচির বিস্তারিত কিছু জানাননি রাজ্যপাল ৷

আরও পড়ুন: মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন আনার হুঁশিয়ারি শুভেন্দুর

রাজ্যের পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে সোমবার রাজভবনে যান বিজেপির 51 জন বিধায়ক ৷ রাজ্যপাল ধনকড়ের হাতে নানা অভিযোগ সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন তাঁরা ৷ দলত্যাগবিরোধী আইন প্রয়োগ-সহ বেশকিছু দাবিদাওয়ার কথা তাঁরা জানিয়েছেন ৷ রাজ্যভবনে দাঁড়িয়ে মুকুল রায়কে কড়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী জানান, আগামী দু'দিনের মধ্যে মুকুল রায় বিধায়ক পদ থেকে ইস্তফা না-দিলে, তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে বিধানসভার স্পিকারের কাছে আবেদন করা হবে । তিনি বলেন, "কৃষ্ণনগর উত্তরের বিধায়ক দল বদল করেছেন । আমরা চাইছি তিনি দু'দিনের মধ্যে পদত্যাগ করুন । না-হলে আমরা অধ্যক্ষের কাছে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার আবেদন জানাব । তাতে কাজ না-হলে আমাদের সর্বভারতীয় নেতা ভূপেন্দ্র যাদব ও রবিশঙ্কর প্রসাদ এ বিষয়ে হস্তক্ষেপ করবেন ।"

আরও পড়ুন: রাজভবনের 'অধিকার' কেড়ে দিনের শেষে শোভন বাড়ল নাকতলার

বিজেপি নেতাদের পাশে বসিয়েই রাজ্য সরকারকে নিশানা করেন রাজ্যপাল ধনকড়ও ৷ মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, "বাংলায় গণতন্ত্র শ্বাস নিতে পারছে না । মানুষ রায় দিয়েছেন । কিন্তু প্রশাসন তার কাজ করছে না । বরং প্রশাসনিক কর্তারা আগুন নিয়ে খেলছেন । রাজ্যে লাগাতার ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে । অথচ একবারের জন্যও সেই জায়গাগুলিতে গেলেন না মুখ্যমন্ত্রী । লাগাতার হিংসা সত্ত্বেও নীরব রয়েছে প্রশাসন । আমি আশা করব, তিনি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ করবেন ৷"

আরও পড়ুন : রত্না ব্যাভিচারী, জোড়ে আক্রমণ শোভন-বৈশাখীর

এই ঘটনার পরদিনই রাজ্যপালের দিল্লি উড়ে যাওয়াকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ রাজ্যের পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোনও বৈঠক হবে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে ৷

Last Updated :Jun 15, 2021, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.