Jagdeep Dhankhar : পিএম কেয়ার্সের টাকায় রাজ্য়ে কোভিড হাসপাতাল ডিআরডিও-র, উচ্ছ্বসিত রাজ্যপাল

author img

By

Published : Jun 16, 2021, 4:02 PM IST

Updated : Jun 16, 2021, 5:21 PM IST

Governor Jagdeep Dhankhar praises DRDO for makeshift Covid hospital in Murshidabad and Kalyani with PM CARES Fund

পিএম কেয়ার্সের আর্থিক সহযোগিতায় 250 শয্যার দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে মুর্শিদাবাদ এবং কল্যাণীতে ৷ সৌজন্যে ডিআরডিও ৷ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যপাল জহদীপ ধনকড় ৷ টুইটারে এই নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি ৷

কলকাতা, 16 জুন : দেশব্য়াপী করোনা পরিস্থিতির মোকাবিলায় জন্যই তৈরি করা হয়েছিল পিএম কেয়ার্স ফান্ড (PM CARES Fund Trust) ৷ তাতে সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারী-সহ দেশের সমস্ত নাগরিককেই আর্থিক সহযোগিতা করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরে অবশ্য এই তহবিল নিয়ে বিতর্কও হয়েছে অনেক ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশের অভিযোগ, তাঁদের এক প্রকার জোর করেই পিএম কেয়ার্সে টাকা দিতে বাধ্য করা হয়েছে ৷ এমনকী, পিএম কেয়ার্স সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনারও দাবি উঠেছে নানা মহলে ৷ বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ আর এবার সেই পিএম কেয়ার্সেরই আর্থিক সহযোগিতায় রাজ্যে দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি সিদ্ধান্ত নিয়েছে ডিআরডিও (Defence Research and Development Organisation-DRDO) ৷ যা জেনে কার্যত উচ্ছ্বসিত রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷

  • Greatly appreciate establishment of two 250 bedded makeshift COVID Hospitals @DRDO_India at Murshidabad & Kalyani, WB out of PM CARES Fund Trust with allocation of Rs 41.62 crores & infrastructural support by State Govt @MamataOfficial @MoHFW_INDIA-would serve huge public purpose https://t.co/CmwJDzAE0f

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার প্রধানমন্ত্রীর দফতরকে (PMO) উল্লেখ করে একটি খবর প্রকাশ্যে আনে সংবাদ সংস্থা এএনআই ৷ টুইটারে তারা জানায়, পশ্চিমবঙ্গের কল্য়াণী এবং মুর্শিদাবাদে দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করা হচ্ছে ৷ দু’টিরই শয্যাসংখ্যা 250 ৷ পিএম কেয়ার্সের আর্থিক সহযোগিতায় তৈরি হবে এই হাসপাতাল ৷ তৈরি করবে ভারতের সামরিক গবেষণাকেন্দ্র ডিআরডিও ৷ এই প্রকল্প রূপায়নে পরিকাঠামোগত সহযোগিতা করবে রাজ্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রক ৷

আরও পড়ুন : বিজেপির রাজ্য সভাপতি হয়ে কাজ করুন, ধনকড়কে কটাক্ষ কাকলির

এএনআই এই টুইট করার দু’ঘণ্টা পরই সেটি রিটুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পশ্চিমবঙ্গে কোভিড হাসপাতাল তৈরির জন্য ডিআরডিও-কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ৷ জানান, এই হাসপাতাল দু’টি তৈরির জন্য পিএম কেয়ার্স ফান্ড থেকে 41 কোটি 62 লাখ টাকা খরচ করা হচ্ছে ৷ এই পোস্টটি ডিআরডিও ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Benerjee) এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রককে ট্যাগ করেন ধনকড় ৷

রাজ্যপালের এই টুইটটিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, পিএম কেয়ার্সের স্বচ্ছতা নিয়ে বিজেপিবিরোধী শিবির তো বটেই, প্রশ্ন রয়েছে আমজনতার মধ্যেও ৷ অভিযোগ, করোনা মোকাবিলার নামে এই তহবিলে যে টাকা সঞ্চয় করা হয়েছে, তা আদৌ কোভিড যুদ্ধে ব্যবহার করা হচ্ছে না ৷ এমনকী, কেন্দ্র এই তহবিলের বিস্তারিত হিসেবনিকেশ প্রকাশ্যে আনতে না চাওয়ায় এ নিয়ে রহস্য আরও বেড়েছে ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : রাজ্যপালের কড়া চিঠিতে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল

পিএম কেয়ার্স ফান্ড নিয়ে বিরোধী নেতানেত্রীরা বারবার বিঁধেছেন কেন্দ্রকে ৷ সেই তালিকায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন ৷ মমতার প্রশ্ন ছিল, পিএম কেয়ার্সের টাকা কেন করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা বা চিকিৎসা পরিকাঠামো তৈরির জন্য ব্যবহার করা হয়নি ? আর এবার তাঁর রাজ্য়েই দু’টি কোভিড হাসপাতাল তৈরির জন্য এই তহবিল থেকে টাকা দিচ্ছে কেন্দ্র ৷ যা আদতে মমতাকে জবাব দেওয়ারই সামিল বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল ৷ সেক্ষেত্রে ধনকড়ের এই টুইটও মমতাকে খোঁচা দেওয়ার জন্য যথেষ্ট ৷

Last Updated :Jun 16, 2021, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.