ETV Bharat / city

বেতন বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি প্রধান শিক্ষকদের

author img

By

Published : Feb 10, 2021, 10:46 PM IST

বেতনবৃদ্ধির দাবিতে মুখ্য়মন্ত্রীর কাছে খোলা চিঠি রাজ্যের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের সংগঠনের ৷ স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের তরফে মুখ্য়মন্ত্রীর কাছে পোস্টে এবং ই-মেলে এই চিঠি দেওয়া হয়েছে ৷

forum-of-head-master-and-head-mistress-send-a-open-letter-to-cm-mamata-banerjee-for-increase-their-salary-scals
বেতন বঞ্চনার অভিযোগে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি প্রধান শিক্ষকদের

কলকাতা, 10 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি পাঠালেন রাজ্যের প্রায় 5 হাজার প্রধান শিক্ষক-শিক্ষিকা। আর্থিক বঞ্চনার কথা জানিয়ে স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের ডাকে আজ ই-মেইল এবং পোস্ট করে পাঠানো হয়েছে সেই চিঠি।



স্টেট ফোরাম অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি বলেন, "গত একবছর ধরে শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি। বর্তমানে বিদ্যালয় প্রধানদের কাজের বোঝা অত্যধিক বেড়ে গেছে। কিন্তু, রোপা-2009 থেকে তাঁদের আর্থিক বঞ্চনা দিনে দিনে বেড়েই চলেছে। রোপা-1998-এ ডব্লুবিসিএস এগজিকিউটিভদের সমান বেতন পেতেন রাজ্যের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। এখন সেই সুবিধা থেকে তাঁরা বঞ্চিত ৷ তাঁদের হায়ার স্কেলে যাওয়ার কোনও সুযোগ নেই। সরকারি বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের সমান কাজ করলেও, তাঁদের সমান বেতন পান না তাঁরা। নিতান্ত বাধ্য হয়েই তাই আজ তাঁরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য এই খোলা গণ চিঠি পাঠানোর পথ বেছে নিয়েছেন।"

forum-of-head-master-and-head-mistress-send-a-open-letter-to-cm-mamata-banerjee-for-increase-their-salary-scals
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি

আরও পড়ুন : পদে পদে অসম্মান-বঞ্চনার অভিযোগ, প্রতিবাদে পথে প্রধান শিক্ষক-শিক্ষিকারা

চন্দন কুমার মাইতি জানাচ্ছেন, দীর্ঘদিনের এই বঞ্চনার কথা জানাতে বহুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন তাঁরা। কিন্তু, প্রতিবারই দেখা করতে ব্যর্থ হয়েছেন ৷ তাই আজ কার্যত বাধ্য হয়েই খোলা চিঠি পাঠানোর পথ বেছে নিতে হয়েছে তাঁদের। খোলা চিঠিতে বেতন সংক্রান্ত বঞ্চনার কথা ও সেই বঞ্চনা দূর করতে উপযুক্ত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.