ETV Bharat / city

Maidan Market : ছুটবে মেট্রো, ময়দান মার্কেট উঠে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা

author img

By

Published : Nov 1, 2021, 9:22 PM IST

Updated : Nov 2, 2021, 4:09 PM IST

ধর্মতলা চত্বরে অবস্থিত ময়দান মার্কেট, যার পোশাকি নাম ডাক্তার বিধানচন্দ্র রায় মার্কেট ৷ শহর কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের কাছে এই বাজার ময়দান মার্কেট নামেই বেশি পরিচিত।

Maidan Market
ছুটবে মেট্রো, ময়দান মার্কেট উঠে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা

কলকাতা, 1 নভেম্বর : উন্নয়নের আড়ালে লুকিয়ে থাকে উচ্ছেদের নির্মমতা। সেখানে ঐতিহ্য, ইতিহাস, রুটিরুজি অনেক সময় কড়া চ্যালেঞ্জের সামনে পড়ে যায়। ধর্মতলার ময়দান মার্কেট এবার সেই কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে ।

ধর্মতলা চত্বরে অবস্থিত ময়দান মার্কেট, যার পোশাকি নাম ডাক্তার বিধানচন্দ্র রায় মার্কেট ৷ শহর কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের কাছে এই বাজার ময়দান মার্কেট নামেই বেশি পরিচিত। প্রায় সাড়ে তিনশোর বেশি দোকান রয়েছে এই মার্কেটে। যার সিংহভাগ ক্রীড়া সরঞ্জামের। এক একর জমির ওপর তিনশোর বেশি ক্রীড়া সরঞ্জামের দোকানের সহাবস্থান, এরকম খুব একটা দেখা যায় না ৷

1960 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় ওপার বাংলা থেকে আগত উদ্বাস্তু মানুষের রুটিরুজির কথা চিন্তা করে, বিশেষ করে হকারদের একছাতার তলায় নিয়ে আসার লক্ষ্যে এই মার্কেট তৈরি করেছিলেন। তারপর সময় গড়িয়েছে, খেলাধুলার সরঞ্জামের অন্যতম ঠিকানা হয়ে দাঁড়িয়েছে বিধানচন্দ্র মার্কেট ওরফে ময়দান মার্কেট। ময়দানের খেলাধুলার প্রসারের সঙ্গে ময়দান মার্কেটের ব্যাপ্তি এবং প্রচারও বেড়েছে। সস্তা, টেকসই ক্রীড়াসরঞ্জামের ঠিকানা বলা যায় এই বাজারকে। এখানে পা দিয়েছেন আমেদ খান থেকে চুনি গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়, বলরাম মায় হাল আমলের মেহতাব হোসেন, রহিম নবির মতো তারকারা। নাগরাজের তৈরি করা বুট আর চক্রবর্তীর দোকানের প্যান্ট পড়ে খেলোয়াড়দের মাঠে নামা ছিল স্বাভাবিক ঘটনা। শুধু ফুটবল বা অন্য খেলা নয় লক্ষীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, শিবশঙ্কর পালদের মত ক্রিকেটারদের একসময় খেলার সরঞ্জাম কেনার ঠিকানাও ছিল এই ময়দান মার্কেট। তাই এই ময়দান মার্কেটকে শহর কলকাতার এক ঐতিহ্য বলা যায়।

ছুটবে মেট্রো, ময়দান মার্কেট উঠে যাওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা

আরও পড়ুন : Green Firecracker : বাজি নিয়ে সুপ্রিম-রায়ে খুশি ব্যবসায়ীরা, উদ্বিগ্ন পরিবেশবিদরা

ধর্মতলার দিক থেকে জোকা পর্যন্ত বিস্তৃত হবে মেট্রো পরিষেবা। তার কাজ চলছে জোরকদমে। আর এই কাজের জন্যই ময়দান মার্কেট ভেঙে ফেলে হতে পারে বলে শোনা যাচ্ছে। বাজার উঠে যেতে পারে অন্যত্র কোথাও ৷ যদিও মেট্রো সম্প্রসারণের জন্য এই উচ্ছেদ সাময়িক বলেই খবর। মেট্রো কর্তৃপক্ষ নাকি তা ভবিষ্যতে ফের গড়ে দেবে।

কিন্তু এই খবরে সাড়ে পাঁচশো দোকানির রুটিরুজি এখন শঙ্কার মুখে। বিষয়টি নিয়ে ময়দান মার্কেটের অভ্যন্তরে ক্ষোভও রয়েছে। ময়দানের ব্যবসায়ীরা শুনেছেন, নবান্নে নাকি রাজ্য সরকারের সামনে মেট্রো কর্তৃপক্ষ একটি রূপরেখা মেলে ধরেছিল। তাতে সম্মতি দিয়েছে সরকার। কিন্তু এখানকার ব্য়বসায়ীদের দাবি, তাঁদের উচ্ছেদ না করে মেট্রোর বিকল্প রাস্তা গড়ার বিষয়টি ভাবা হোক এবং তা করার জন্য প্রয়োজনীয় জায়গা রয়েছে বলে ব্যবসায়ীরা মনে করেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান তাঁরা ৷ নইলে তাঁরা সমস্যায় পড়বেন ৷ তাঁদের দাবি, গড়িয়াগামী মেট্রো পথের সমান্তরাল লাইনে যদি জোকাগামী মেট্রোর লাইন না করা হয় তাহলে এই উচ্ছেদ সমস্যা এড়ানো যাবে।

Last Updated :Nov 2, 2021, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.