Coal Case : কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে একাধিক বেসরকারি সংস্থা

author img

By

Published : Sep 6, 2021, 9:57 AM IST

কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে একাধিক বেসরকারি সংস্থা

কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরের (Enforcement Directorate) নজরে এসেছে কলকাতার কয়েকটি বেসরকারি সংস্থা ৷ তাদের বিরুদ্ধে কয়লা মাফিয়াদের সঙ্গে বেআইনি লেনদেনের অভিযোগে সামনে এসেছে ৷ এই মামলায় ধৃতদের জেরা করে এই সংস্থাগুলির নাম সামনে এসেছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে ৷

কলকাতা, 6 সেপ্টেম্বর : কয়লা পাচার কাণ্ডে ইডির নজরে রয়েছে এই শহরের বেশ কয়েকটি বেসরকারি সংস্থার নাম । অভিযোগ, রাজ্যে কয়লা পাচার কাণ্ডের ওই বেসরকারি সংস্থাগুলি মোটা টাকার বিনিময় ও নিজেদের ইন্ড্রাস্ট্রির জন্য বিনামূল্যে বেআইনি কয়লা সরাসরি কয়লা মাফিয়াদের কাছ থেকে নেয় ৷ কয়লা পাচারের সেই কালো টাকা নিজেদের কোম্পানির অ্যাক্যাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে সাদা টাকায় পরিবর্তন করেছিল ৷

ইডির আতস কাচের তলায় রয়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী এবং বেশ কিছু বেসরকারি সংস্থা । ইডি সূত্রের খবর ইতিমধ্যেই ওই বেসরকারি সংস্থার মালিকদের নামের তালিকা তৈরি করা হয়েছে । প্রয়োজন মতো তাদের নিজেদের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । ইতিমধ্যেই রাজ্যে কয়লা পাচার কাণ্ডের ঘটনায় ধৃতদের জেরা করে এই সকল বেসরকারি সংস্থা গুলির নাম পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

পাশাপাশি শহরের বেশ কয়েকটি বেসরকারি সংস্থার অফিসে আচমকাই হানা দিয়ে তল্লাশি চালিয়েছেন ইডির গোয়েন্দারা । সেখান থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেন তাঁরা । ইডি সূত্রের খবর, শুধু রাজ্যের কয়লা পাচার কাণ্ডের ঘটনার তদন্তের জন্য দিল্লি থেকে প্রায় 30 জন ইডির আধিকারিক কলকাতায় এসেছেন ।

আরও পড়ুন : Abhishek Banerjee : 10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.