Duare Ration Illegal: দুয়ারে রেশন প্রকল্পকে বেআইনি বলে রায় হাইকোর্টের

author img

By

Published : Sep 28, 2022, 2:29 PM IST

Etv Bharat

দুয়ারে রেশন প্রকল্পকে (Duare Ration Illegal) বেআইনি বলে রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। বিচারপতি অনিরুদ্ধ রায় ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ।

কলকাতা, 28 সেপ্টেম্বর: দুয়ারে রেশন প্রকল্প বেআইনি (Duare Ration Illegal)৷ রায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court )। বিচারপতি অনিরুদ্ধ রায় ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে ।

গত বছর অগস্ট মাসে রেশন ডিলারদের একটা অংশ হাইকোর্টে মামলা করেছিল । তাঁদের বক্তব্য ছিল, মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া সম্ভব নয় । সেই পরিকাঠামো নেই তাঁদের কাছে । খরচেও পোষাচ্ছে না । দিল্লিতে এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হলেও তা বাতিল করা হয় আদালতের নির্দেশে । এটি কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে আদালতে জানান ডিলাররা ।

যদিও বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন । তাঁর যুক্তি ছিল, করোনা পরিস্থিতিতে মানুষের স্বার্থে এই প্রকল্প গুরুত্বপূর্ণ । সেই নির্দেশের বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে মামলা করেন ডিলাররা । সেই মামলাতে এ দিন বিচারপতি অনিরুদ্ধ রায় ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ দুয়ারে রেশনকে বেআইনি বলে রায় দিয়েছে ।

মামলাকারী শেখ আবদুল মাজেদ বলেন, "কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী হল দুয়ারে রেশন প্রকল্প । রাজ্য সরকার জোর করে এই প্রকল্প চালাচ্ছিল । কখনও ডিলারদের ভয় দেখিয়ে, জরিমানা করে দুয়ারে রেশন চালাচ্ছিল রাজ্য সরকার । এ দিন প্রকল্পটাকেই বেআইনি ঘোষণা করেছে আদালত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.