Lakshmi Bhandar Scheme : ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ঘুম কেড়েছে সিপিএমের, বিরোধিতার প্রশ্নে বাড়ছে দ্বিধা

author img

By

Published : Sep 2, 2021, 1:05 PM IST

CPM leadership is not unanimous to protest Lakshmi Bhandar Scheme

‘লক্ষ্মীর ভাণ্ডার’ ঘুম কেড়েছে সিপিএমের ৷ কোন পথে হবে প্রকল্পের বিরোধিতা, বুঝে উঠতে পারছে না দলীয় নেতৃত্ব ৷ আপাতত তাই ধীরে চলো নীতিতেই আস্থা রাখছে দল ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর : রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মোকাবিলা করতে গিয়ে কার্যত নাকানিচোবানি খেতে হচ্ছে আলিমুদ্দিনকে ৷ কীভাবে, কোন উপায়ে এই প্রকল্পের মোকাবিলা করা উচিত, তা নিয়ে দ্বিধাবিভক্ত রাজ্য সিপিএম নেতৃত্ব ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে ৷ কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি ৷ কারণ, নেতাদের একাংশ চাইছেন, প্রকল্পের সুবিধা পেতে গিয়ে মানুষের হয়রানি ছবি সামনে এনে প্রচারে ঝাঁপাতে ৷ আর একদলের বক্তব্য, জনগণকে বোঝানো হোক, পুরোটাই আসলে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের রাজনৈতিক চমক ৷ কিন্তু, দু’টি ক্ষেত্রেই বেশ কিছু সমস্য়া রয়েছে ৷ যেমন, করোনা আবহে বহু মানুষ রুজি হারানোর পর রাজনীতিক থেকে অর্থনীতির পণ্ডিত, সকলেই মনে করেন মানুষের হাতে নগদ অর্থ আসা দরকার ৷ সেখানে বাড়ির মেয়েদের হাতে প্রতি মাসে 500 থেকে 1000 হাজার টাকা তুলে দেবে যে প্রকল্প, তার বিরোধিতা ব্যুমেরাং হতে পারে ৷ পাশাপাশি, যে প্রকল্প এখনও চালুই হয়নি, তাকে আগেভাগে ‘গিমিক’-এর তকমাই বা দেওয়া যায় কীভাবে ? কারণ, একুশের ভোটের আগে ‘স্বাস্থ্যসাথী’ নিয়েও এমন একটা প্রচার করা হয়েছিল ৷ কিন্তু বেশিরভাগ মানুষই তা পাত্তা দেয়নি ৷ আর এখন তো অনেকেই স্বাস্থ্যসাথীর সুবিধা পেয়ে গিয়েছেন বা পাচ্ছেন ৷

আরও পড়ুন : Duare Sarkar : একদিনে 6.5 লক্ষ মিউটেশনের আবেদন ও তার নিষ্পত্তি দুয়ারে সরকার ক্যাম্পে

এই অবস্থায় মমতা সরকারের বিরোধিতা করতে গিয়ে নির্দিষ্ট কোনও পরিল্পনাই স্থির করে উঠতে পারছে না বামেরা ৷ আসলে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে পাইয়ে দেওয়ার রাজনীতির অভিযোগ নতুন নয় ৷ এর আগে তাঁর ‘খেলা’, ‘মেলা’র নীতি নিয়েও কম কটাক্ষ করেনি বামেরা ৷ কিন্তু, সেটা ছিল অন্য ইস্যু ৷ সেখানে টাকা পেত বিভিন্ন ক্লাব এবং সংগঠন ৷ আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন ঘরের লক্ষ্মীরাই ৷ আর মহিলাদের মধ্যে মমতার জনপ্রিয়তা যে তুমুল, একুশের ভোটের ফলই তার প্রমাণ ৷ উপরন্তু, ইতিমধ্যেই বামেদের একাংশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রশংসাও করেছেন ৷ এমনকী, সিপিএমের স্থানীয়স্তরের নেতা, কর্মীদের এই প্রকল্পের ফর্ম পূরণে মানুষের সাহায্য করতেও দেখা গিয়েছে ৷ এই অবস্থায় কোন পথে বিরোধিতা সম্ভব, তা বুঝে উঠতে পারছেন না পক্ককেশ সিপিএম নেতারা ৷

আরও পড়ুন : Lakshmir Bhandar : মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথম দিনেই রেকর্ড আবেদন মহিলাদের

সূত্রের খবর, এমন প্রেক্ষাপটে মধ্যপন্থা অবলম্বন করতে পারে দল ৷ কিন্তু সেই মধ্যপন্থা বলতে আসলে কী, সেটা স্পষ্ট নয় ৷ তবে কি এক-একটি ঘটনার নিরিখে অবস্থান স্থির করবে দল ? এই প্রশ্নের উত্তর মেলেনি ৷ কিন্তু, সিপিএম যে ধীরে চলতে চাইছে, সেটা স্পষ্ট ৷ ওয়াকিবহাল মহলও মনে করছে, সেটাই দলের পক্ষের নিরাপদ হবে ৷ দীর্ঘ সাড়ে তিন দশকের বাম জমানার বহু ক্ষত এখনও রাজ্যের বহু মানুষের মনে দগদগে হয়ে আছে ৷ এই অবস্থায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জনকল্যাণমুখী কোনও প্রকল্পকে স্রেফ জনমোহিনী প্রকল্প বলে তেড়েফুঁড়ে মাঠে নামতে গেলে হিতে বিপরীতও হতে পারে ৷ সিপিএম নেতৃত্ব তাই আগে সবটা বুঝে নিতে চাইছে ৷ কত দিনে মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা হাতে পেতে শুরু করে, তাতে কার কতটা লাভ-লোকসান হয়, প্রকল্প রূপায়ণ নিয়ে বড় কোনও বিশৃঙ্খলা হয় কিনা, সেসব খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলে সূত্রের দাবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.