Biman Slams Mamata: কংগ্রেস আমলের পর তৃণমূল আমলে দুর্নীতি হচ্ছে, অভিযোগ বিমানের

author img

By

Published : Sep 2, 2022, 8:13 PM IST

CPIM Leader Biman Basu Slams Mamata Banerjee on Bengal Recruitment Scam

শুক্রবার কলকাতায় সমাবেশ করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI) ৷ সেই সমাবেশের মূল বক্তা ছিলেন বিমান বসু (Biman Basu) ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করেন ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর : চাকরি দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে একাধিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন সিপিএম আমলে দেশলাই বাক্সে, চিরকুটে চাকরি হতো । এবার সেই অভিযোগ নস্যাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পালটা আক্রমণ শানালেন সিপিএমের (CPIM) বর্ষীয়ান নেতা বিমান বসু (Biman Basu) । তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ইতিহাস, ভূগোল জানেন না । সেটা কংগ্রেস আমলে হতো । আর এখন কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে । চাকরি প্রার্থীরা রাস্তায় বসে ।’’

শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও এই দাবিকে সামনে রেখে এসএফআই (SFI) পূর্ব ও উত্তর পূর্ব ভারতে জাঠা বের করে । সেই জাঠা আজ কলকাতার কলেজ স্ট্রিটে এসে মেশে । হয় সমাবেশ । এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি প্রতীক উর রহমান । বক্তব্য রাখেন সর্বভারতীয় সভাপতি ময়ূখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য-সহ ছাত্র নেতৃত্ব । এই সমাবেশেই প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু ।

তিনি এদিন বলেন, ‘‘হিমাচল প্রদেশে এসএফআই জেতে বলে নির্বাচন বন্ধ করে দিয়েছে । এই রাজ্যেও নির্বাচন হলে বেশির ভাগ কলেজে জিতবে এসএফআই । তাই এখানেও ভোট করতে দেয় না সরকার । বর্তমান সরকারের নীতি নৈতিকতা জলাঞ্জলি গিয়েছে সব ।’’

চাকরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘2011 এর পরে নিয়োগ যেভাবে হয়েছে দেখছেন । আর তৃণমূল বলে বাম আমলে এমন হতো । বামেদের আমলেও অনেকেই চেয়েছে সহজে চাকরি হোক ৷ কিন্তু একটাও হয়নি । নিয়ম মেনে ধাপে ধাপেই হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন সিগারেটের প্যাকেট লিখে চাকরি হতো । ইতিহাস জানতে হবে ওনাকে । কংগ্রেস আমলে হতো সেটা । বাম আমলে চিরকুটে কখনও কোনও চাকরি হয়নি ।’’

তাঁর আরও বক্তব্য, ‘‘যাঁরা বলেন, মিথ্যা বলেন । আমি 83 বছর বয়সে এত টাকা দেখিনি, যা আজ টিভিতে দেখছি । হবু শিক্ষকরা এখন রোদ জলে রাস্তায় বসে । অতীতে কোনও দিন হয়নি । এই অবস্থা তৈরি করেছে তৃণমূল। তৃণমূলের সবাই চোর নয় । ওদের পদাধিকারীরা চোর । মাথায় অক্সিজেন কম যায় অনুব্রতর । তিনি দলের জেলা সভাপতি তাঁর আবার সিএ, এখন কাউন্সিলরদের সিএ থাকে । এর পর কেউ মেয়ের নাম সুকন্যা রাখবে না । বাবা যদি কুকন্যা করে, সেটা ঠিক নয় । মুখ্যমন্ত্রী বলছে কেষ্টকে ধরল কেন ? কী করেছে ? কী করেছে সেটা তো রোজ বেরোচ্ছে ।’’

পাশাপাশি এদিন, নয়া জাতীয় শিক্ষানীতিকে তিনি সর্বনাশের শিক্ষা নীতি বলেন । তাঁর কটাক্ষ, এখন শিক্ষানীতির ফল গ্রাম বাংলায় । শিক্ষা বেসরকারিকরণ করছে । কখনও নির্ভরশীল নীতি গ্রহণ করে স্বাবলম্বী হওয়া যায় না । শিক্ষার সুযোগ সব ঘরের ছেলে মেয়েদের জন্য খুলে দিতেই আন্দোলন করতে হবে ।

আরও পড়ুন : জাতীয় শিক্ষা নীতির বিকল্প খসড়া প্রকাশ করল এসএফআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.