ETV Bharat / city

Cottages of Motijheel Park: পর্যটন দফতরের হাতে আসার পর আয় বৃদ্ধি মোতিঝিল পার্কের কটেজগুলির

author img

By

Published : Jun 17, 2022, 9:22 AM IST

Cottages of  Motijheel Park earns more under WBTDCL supervision
পর্যটন দফতরের হাতে আসার পর আয় বৃদ্ধি মোতিঝিল পার্কের কটেজগুলির

পর্যটন দফতরের (West Bengal tourism department) হাতে আসার পরে আয় বাড়ল মোতিঝিল পার্কের প্রকৃতি তীর্থের কটেজ গুলির (Cottages of Motijheel Park)৷ বেড়েছে পর্যটকদের যাতায়াত (WBTDCL)৷

কলকাতা, 17 জুন: রাজ্যের পর্যটন বিভাগের তত্ত্বাবধানে মুর্শিদাবাদের মোতিঝিল পার্ক প্রকৃতি তীর্থের কটেজগুলির (Cottages of Motijheel Park) সংস্কারের ফলে পর্যটকদের যাতায়াত উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে । 2021 সালের নভেম্বরে জেলাশাসকের হাত থেকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিটিডিসিএল)-এর আওতায় আনার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে এই কটেজ গুলি নিয়ে আগ্রহ বেড়েছে (WBTDCL)।

শেষ পাঁচ বছরে মোতিঝিল পার্কের থেকে রাজস্ব আদায় হয়েছিল মাত্র 16.68 লক্ষ টাকা (West Bengal tourism department)। 24 নভেম্বর ডব্লিউবিটিডিসিএল দায়িত্ব নেওয়ার পর এই কটেজগুলোর সংস্কার করা হয়েছে । আর এর ফলও মিলেছে হাতেনাতে । গত এপ্রিল থেকে আজকের দিন পর্যন্ত 1.5 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে । সবচেয়ে বড় কথা, সাম্প্রতিক সময়ে এই প্রকৃতিতে কটেজগুলিতে বুকিং-এর পরিমাণ লক্ষ্যণীয় ভাবে বেড়েছে ।

আরও পড়ুন: Skoch Awards : রাজ্যের শিক্ষা-পর্যটন-বন দফতর জিতল স্কচ অ্যাওয়ার্ড

প্রসঙ্গত শুক্রবার বিধানসভার (West Bengal Assembly news) প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক মহম্মদ আলির প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন । শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন, আগামী 6 মাস এই পর্যটন ক্ষেত্রটি রেকর্ড পরিমাণ আয় করতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.