ETV Bharat / city

Skoch Awards : রাজ্যের শিক্ষা-পর্যটন-বন দফতর জিতল স্কচ অ্যাওয়ার্ড

author img

By

Published : Nov 14, 2021, 8:24 PM IST

skoch award for three departments of west bengal government
Skoch Awards : রাজ্যের শিক্ষা-পর্যটন-বন দফতর জিতল স্কচ অ্যাওয়ার্ড

আবারও আন্তর্জাতিক স্তরে কাজের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গে সরকার ৷ শিক্ষা, পর্যটন ও বন দফতরের ঝুলিতে এল স্কচ পুরস্কার ৷ টুইটারে সেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী ৷

কলকাতা, 14 নভেম্বর : করোনাকালে ভাল কাজের স্বীকৃতি ৷ শনিবারই রাজ্যের শিক্ষা দফতর পেয়েছিল আন্তর্জাতিক ‘স্কচ গোল্ডেন’ পুরস্কার। রবিবার আরও স্বীকৃতি এল রাজ্যের ঝুলিতে ৷ এবার রাজ্যের পর্যটন এবং বন দফতরও পেল স্কচ পুরস্কার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই টুইট করে এই সুখবর জানিয়েছেন ৷

এবার রাজ্যের পর্যটন দফতর করোনাকালে সাফল্যের সঙ্গে কাজ করার জন্য স্কচ স্বর্ণ পুরস্কার পেয়েছে ৷ পাশাপাশি রাজ্যের বন দফতরও রৌপ্য পুরস্কার পেয়েছে ৷ রবিবার জাতীয়স্তরে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে ৷ গত তিনমাসে এই নিয়ে মোট আটটি ‘স্কচ’ পুরস্কার পেল পশ্চিমবঙ্গ সরকার ৷ গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিভিন্ন প্রকল্পের কাজের জন্য জাতীয় স্তরে প্রশংসিত হয়েছে এবং স্কচ অ্যাওয়ার্ড জিতেছে ৷ করোনাকালেও সেই ধারা অব্যাহত রেখে স্কচ অ্যাওয়ার্ড এল রাজ্যের ঘরে ৷

আরও পড়ুন : Siksha Ratna : এবার শিক্ষারত্ন সম্মানে ভূষিত হবেন মালদার জাতীয় শিক্ষক হরিস্বামী

সূত্রের খবর, গত কয়েক বছরে রাজ্যের উপকূলীয় এলাকায় ফণী, আমফান বা যশের মতো প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে ৷ সুন্দরবন, পূর্ব মেদিনীপুরের বিস্তৃর্ণ এলাকায় তছনছ হয়ে গিয়েছে ম্যানগ্রোভ অরণ্য ৷ তবুও বিপর্যয় সামলে দ্রুততার সঙ্গে ম্যানগ্রোভ লাগানোর কাজ করেছে বন দফতর ৷ এছাড়াও মৌসুনী দ্বীপ, দিঘা, মন্দারমনির ক্ষয়ক্ষতি সামলে ফের এই পর্যটনকেন্দ্রগুলিকে পর্যটকদের বেড়ানোর উপযোগী করে তোলা হয়েছে ৷ উল্লেখ্য, করোনার ধাক্কায় বেসামাল পর্যটন শিল্পের জন্য রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ করেছিল ৷ দীর্ঘ লকডাউনে পর্যটন আবাস ও কটেজগুলি রক্ষণাবেক্ষণ-সহ মেরামত করে নবরূপে হাজির করেছে পর্যটন দফতর ৷ পাশাপাশি, কর্মসংস্থানের জন্য প্রচুর হোম-স্টে তৈরিতেও মানুষকে উৎসাহিত করেছে রাজ্য সরকার ৷ এরই স্বীকৃতি হিসেবে স্কচ গোল্ডেন পুরস্কার পেল রাজ্যের পর্যটন দফতর ৷

অপরদিকে, ঘূর্ণিঝড়ের পর সুন্দরবনের বনভূমি ও ম্যানগ্রোভ অরণ্য পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদক্ষেপ করেছিলেন ৷ 100 দিনের কাজে প্রচুর ম্যানগ্রোভ চারা রোপণ এবং রক্ষাণাবেক্ষণের কাজ করেছে বন দফতর ৷ রবিবার ‘স্কচ’ পুরস্কারের শংসাপত্রে স্পষ্ট করে এই ম্যানগ্রোভ বাঁচাতে বন দফতরের উল্লেখযোগ্য ভূমিকার কথা বলা হয়েছে ৷ উল্লেখ্য, গত বছরও রাজ্যের একাধিক দফতর তাদের কাজের স্বীকৃতি হিসাবে ‘স্কচ’ পুরস্কার পেয়েছিল ৷ চলতি বছর গত তিনমাসে মোট আটটি ‘স্কচ’ পুরস্কার পেল রাজ্যের একাধিক দফতর ৷

আরও পড়ুন : Police Medal : অসামান্য কর্মদক্ষতা, মুখ্যমন্ত্রীর থেকে পুরস্কার পাচ্ছেন কলকাতার নগরপাল

  • Proud moment for #Bengal!

    School Education Department and Higher Education Department of GoWB - both have won the prestigious SKOCH GOLD awards.

    Heartiest congratulations to all officials and members for this remarkable achievement! pic.twitter.com/mBjl2iWLt5

    — Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

করোনার সময়েও পড়ুয়াদের জন্য ভাল কাজ করা ও শিক্ষা বিস্তারের স্বীকৃতি স্বরূপ রাজ্যের শিক্ষা দফতর পেল আন্তর্জাতিক এই পুরস্কার ৷ রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দু’টি বিভাগই এবার সেরার তকমা পেল ৷ এই মুহূর্তে এই দুই বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ৷ দীর্ঘ প্রায় দেড় বছর স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও, রাজ্যে পড়াশোনার মানোন্নয়ন হয়েছে ৷ ভালভাবেই শিক্ষার পরিস্থিতি সামলেছেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিক, কর্মীরা ৷ ‘স্কচ’ পুরস্কার প্রাপ্তি তারই স্বীকৃতি ৷ এই খবরে অত্যন্ত খুশি রাজ্যের শিক্ষা দফতর ৷ প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ হলেও মিড-ডে মিল চালু ছিল ৷ অভিভাবকদের মাধ্যমে তা বণ্টন করা হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে ৷ অন্য কোনও প্রকল্পও বন্ধ হয়নি ৷ এছাড়া উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিও ফলাফলের নিরিখে দেশের বিভিন্ন নামীদামি কলেজ, বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিয়েছে ৷ স্কচ পুরস্কার তারও স্বীকৃতি বলে মত শিক্ষা দফতরের কর্তাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.