ETV Bharat / state

Police Medal : অসামান্য কর্মদক্ষতা, মুখ্যমন্ত্রীর থেকে পুরস্কার পাচ্ছেন কলকাতার নগরপাল

author img

By

Published : Aug 11, 2021, 6:35 AM IST

কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র সহ তিন আইপিএস আধিকারিককে অসামান্য কর্মদক্ষতার জন্য পুরস্কার দিচ্ছে রাজ্য স্বরাষ্ট্র দফতর ।

মুখ্যমন্ত্রীর থেকে মেডেল পাচ্ছেন কলকাতার নগরপাল
মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌমেন মিত্র

কলকাতা, 11 অগস্ট : পশ্চিমবঙ্গ সরকারের তরফে পুলিশ পুরস্কারের (Police Medal) জন্য নাম মনোনীত করল রাজ্য স্বরাষ্ট্র দফতর । রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে প্রতিবছর আইপিএস আধিকারিকদের কাজের ভিত্তিতে তাঁদের পুরস্কৃত করা হয় । এবার সেই তালিকা নাম রয়েছে কলকাতার নগরপাল সৌমেন মিত্রর (Soumen Mitra) । একুশে অসামান্য ভূমিকার জন্য মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত থেকে পুরস্কার পাবেন তিনি ।

কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আরও দুই আইপিএস আধিকারিক এবার এই পুরস্কার পাচ্ছেন । তাঁরা হলেন, এডিজি (কারা) পীয়ূশ পাণ্ডে এবং আইজি (উত্তরবঙ্গ) ডি পি সিং । মূলত দু'টি ক্যাটেগরিতে এই পুরস্কার দেয় রাজ্য সরকার -- অসামান্য বা দৃষ্টান্তমূলক কাজ এবং প্রশংসাযোগ্য কাজ।

দ্বিতীয় ক্যাটেগরির জন্য সাত জন আইপিএসকে পুরস্কৃত করছে নবান্ন । এই তালিকায় রয়েছেন আনন্দ কুমার (আইজি, সিআইডি), সৈয়দ ওয়াকার রাজা (কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার), সুমিত কুমার (পুলিশ সুপার, কোচবিহার), ভাস্কর মুখোপাধ্যায় (পুলিশ সুপার, সুন্দরবন), অমরনাথ কে (পুলিশ সুপার, পূর্ব মেদিনীপুর), দীনেশ কুমার (পুলিশ সুপার, পশ্চিম মেদিনীপুর), অপরাজিতা রাই (কলকাতা পুলিশের ডিসি এসটিএফ) ।

আরও পড়ুন : নগরপাল সৌমেন মিত্রের তত্বাবধানে যশ মোকাবিলায় কাজ শুরু কন্ট্রোল রুমে

কলকাতার পুলিশ কমিশনারের এই পুরস্কার পাওয়াকে তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক মহলের অনেকে । তাঁদের মতে, সৌমেন মিত্র এমনিতে খুবই বলিষ্ঠ আধিকারিক । যদিও প্রথমদিকে মুখ্যমন্ত্রীর সুনজরে ছিলেন না বর্তমান নগরপাল । তবে কাজের প্রতি তাঁর নিষ্ঠা ক্রমেই নিজেকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে । আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুধু তাঁর দক্ষতারই উপর ভরসা রাখেননি, তাঁকে পুরস্কৃত করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.