ETV Bharat / city

Sukanta Majumdar: সুকান্তের স্ত্রী'র ট্রান্সফার নিয়ে কটাক্ষ কুণালের, পালটা দিলেন রাজ্য বিজেপি সভাপতি

author img

By

Published : Jun 28, 2022, 10:56 PM IST

রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী'র স্কুল ট্রান্সফার নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ ৷ এর পালটা অবশ্য দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি (State BJP President Sukanta Majumdar) ৷

Sukanta Majumdar in transfer controversy
স্ত্রীর ট্রান্সফার নিয়ে বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপি সভাপতি

কলকাতা, 28 জুন: স্ত্রীকে বাড়ির কাছে বদলি করার জন্য রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তদবির করেছিলেন সুকান্তবাবু মজুমদার ৷ সুকান্ত মজুমদারের স্ত্রীর বদিলও হয় । বিজেপির বর্তমান রাজ্য সভাপতিকে কটাক্ষ করে মঙ্গলবার এই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর এই দাবির পর স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির ৷

যদিও কুণাল ঘোষের এই দাবি উড়িয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার (State BJP President Sukanta Majumdar) ৷ তিনি পালটা বলেন, "পার্থ চট্টোপাধ্যায় কোনও শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন না, কোনও স্কুলে উনি পড়াননি ৷ সেই জন্য এরকম কথা বলা হচ্ছে । আমার স্ত্রী'র মিউচ্যুয়াল বদলি হয়েছিল । দুঃখের বিষয় পার্থ চট্টোপাধ্যায় এমন একজন শিক্ষামন্ত্রী ছিলেন যে শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে তাঁর কোনও ধারনাই ছিল না, এখনও হয়তো নেই ।"

আরও পড়ুন : কলেজে এবছর হচ্ছে না কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি, ঘোষণা ব্রাত্যর

স্ত্রীর ট্রান্সফার নিয়ে বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপি সভাপতি

এই বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "ধরুন যদি এটা 'মিউচুয়াল ট্রান্সফার' না-হয়ে সুকান্ত মজুমদার বা তাঁর স্ত্রীর ব্যক্তিগত অনুরোধের ট্রান্সফার হতো, তার মধ্যেই বা অন্যায় কোথায় । এই বিষয়ে শিক্ষামন্ত্রীর একটি ক্ষমতা রয়েছে । সেই ক্ষমতার মধ্যমে তিনি কাউকে ট্রান্সফার করাতেই পারেন । যখন তাঁর এই ধরণের ক্ষমতা রয়েছে তখন তো স্বাভাবিকভাবেই কেউ না কেউ তাঁর কাছে যেতেই পারেন । এই আবেদন নিয়ে যদি একজন শিক্ষিকা, যাঁর দুটি কন্যা সন্তান রয়েছে ৷ তিনি যদি বাড়ির কাছে বদলি চান তার মধ্যে অন্যায়টা কোথায় ? এই নিয়ে রাজনীতি করাটা একেবারেই কাম্য নয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.