ETV Bharat / city

Suvendu Adhikari : দেহরক্ষীর মৃত্যুর মামলায় সিআইডির তলব শুভেন্দুকে

author img

By

Published : Sep 5, 2021, 6:47 AM IST

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তলব করল সিআইডি (Criminal Investigation Department- CID) ৷ বিরোধী দলনেতার দেহরক্ষীর মৃত্যুর মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে তদন্তকারী সংস্থাটি ৷

সিআইডির তলব শুভেন্দুকে
সিআইডির তলব শুভেন্দুকে

কলকাতা, 5 সেপ্টেম্বর : দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর মামলায় শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) তলব করল সিআইডি (Criminal Investigation Department- CID) ৷ সোমবার তাঁকে সিআইডির দফতরে হাজির হতে বলা হয়েছে ।

2018 সালে কাঁথি থানার ব্যারাকে গুলিবিদ্ধ হয়ে শুভেন্দুর দেহরক্ষী শুভব্রতর মৃত্যু হয় ৷ তাঁর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেন ৷ প্রশাসনের তরফে বিষয়টি আত্মহত্যা বলে দাবি করা হলেও তা মানতে চাননি সুপর্ণা ৷ তিনি গত 7 জুলাই কাঁথি থানায় একটি মামলা দায়ের করেন ৷ 14 জুলাই কাঁথি থানার কাছ থেকে তদন্তভার হস্তান্তর করে নেয় সিআইডি ৷

মামলার তদন্তভার নেওয়ার পরই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে শুভব্রতর বাড়িতে যান সিআইডির চার সদস্যের একটি দল ৷ সেই মামলাতেই আগামিকাল রাজ্যের বিরোধী দলনেতাকে তলব করা হয়েছে ৷

আরও পড়ুন : CID investigation : শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্য়ুতে তদন্ত শুরু সিআইডি-র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.