ETV Bharat / state

CID investigation : শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্য়ুতে তদন্ত শুরু সিআইডি-র

author img

By

Published : Jul 12, 2021, 5:01 PM IST

শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্য়ুর ঘটনায় তদন্ত শুরু করল সিআইডি ৷ সোমবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে চক্রবর্তী পরিবারের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা ৷ কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে ৷

CID starts investigation for Suvendu Adhikari's bodyguard's unnatural death
CID investigation : শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্য়ুতে তদন্ত শুরু সিআইডি-র

কাঁথি, 12 জুলাই : শুভব্রত চক্রবর্তীর মৃত্য়ু রহস্যের তদন্তে নামল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (CID) ৷ মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে সোমবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলে চক্রবর্তী পরিবারের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা ৷ তদন্তকারীদের দলে ছিলেন মোট চারজন ৷ তাঁদের মধ্যে একজন মহিলা আধিকারিকও ছিলেন ৷ দুপুর দেড়টা নাগাদ শুভব্রতদের বাড়িতে পৌঁছন তাঁরা ৷ সঙ্গে ছিলেন স্থানীয় মহিষাদল থানার কর্মী ও আধিকারিকরা ৷ শুভব্রতর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন গোয়েন্দারা ৷ শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী ও তাঁর এক ভাসুর দেবব্রত চক্রবর্তীর সঙ্গে আলাদাভাবে কথা বলেন তাঁরা ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : শুভেন্দুর দেহরক্ষীর মৃত্য়ুতে এফআইআর, প্রতিহিংসার রাজনীতি দেখছে বিজেপি

প্রসঙ্গত, সুপর্ণার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই প্রায় তিন বছর আগের এই ঘটনা নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে ৷ উল্লেখ্য, 2018 সালের 13 অক্টোবর কাঁথির পুলিশ বারাকে গুলিবিদ্ধ হন 42 বছরের শুভব্রত ৷ রাজ্য পুলিশের কর্মী ওই যুবক রাজ্যের তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দেহরক্ষী ছিলেন ৷ ঘটনার পরদিন, অর্থাৎ 2018 সালের 14 অক্টোবর কলকাতার অ্য়াপোলো হাসপাতালে মৃত্য়ু হয় তাঁর ৷

প্রয়াত শুভব্রত চক্রবর্তীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিআইডি-র প্রতিনিধিরা ৷

প্রশাসনের দাবি ছিল, আত্মঘাতী হয়েছেন শুভব্রত ৷ কিন্তু এই যুক্তি মানতে নারাজ মৃতের পরিবার ৷ মৃতের স্ত্রীর দাবি, গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল তাঁর ৷ সেই সময় তাঁর কথায় এমন কোনও আভাস ছিল না যে তিনি আর কিছুক্ষণের মধ্যে আত্মত্য়ার মতো কোনও চরম পদক্ষেপ করতে চলেছেন ! তাছাড়া, রাজ্যের অন্যতম প্রভাবশালী ব্য়ক্তির দেহরক্ষী হওয়া সত্ত্বেও শুভব্রতর চিকিৎসা নিয়ে অযথা দেরি করা হয়েছে বলে দাবি তাঁর পরিবারের ৷ এমনকী, মৃতের দাদার প্রাথমিক বয়ান বদলে দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে সুপর্ণার করা এফআইআরে ৷

আরও পড়ুন : শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যু তদন্তে এবার সিআইডি

সুপর্ণার যুক্তি, প্রথম থেকেই স্বামীর মৃত্য়ুর কারণ নিয়ে ধোঁয়াশা ছিল তাঁর মনে ৷ কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচয় ও প্রশাসনিক ক্ষমতার কথা মাথায় রেখেই এ নিয়ে মুখ খোলেননি তিনি ৷ কিন্তু এখন প্রেক্ষাপট বদলেছে ৷ তাই গত 7 জুলাই কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের করেন সুপর্ণা ৷ তাতে শুভেন্দু-সহ চারজনের নাম রয়েছে ৷ শুভব্রত মৃত্যুর ঘটনায় এই চারজনের আচরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর স্ত্রী ৷ প্রকৃত সত্য প্রকাশ্যে আনার দাবি তুলেছেন তিনি ৷ এবার সেই ঘটনাতেই তদন্তের কাজ শুরু করল সিআইডি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.