ETV Bharat / city

Election commission: প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের মধ্যেই নির্বাচন, জরুরি বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচন আধিকারিক

author img

By

Published : Sep 27, 2021, 3:17 PM IST

Chief Electoral Officer Called a Emergency meeting in State Election Commission
প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের মধ্যেই নির্বাচন, জরুরি বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচন আধিকারিক

প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের মধ্যেই আগামী 30 সেপ্টেম্বর রাজ্যে এক কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন এবং দু’টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে এবার জরুরি বৈঠক ডাকলেন মুখ্য নির্বাচন আধিকারিক ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর : প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নির্বাচন করানোর বিষয়ে এবার জরুরি বৈঠকে বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ সূত্রের খবর, আজ কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন আধিকারিক এবং মুর্শিদাবাদ জেলা নির্বাচন আধিকারিক-সহ কমিশনের অন্যান্য আধিকারিকদের সঙ্গে এই বৈঠক করবেন মুখ্য নির্বাচন আধিকারিক ৷ বঙ্গোপসাগরের তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার এবং বুধবার রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সেই নিয়েই এবার জরুরি এই বৈঠক ডাকা হয়েছে ৷

আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভায় উপনির্বাচন রয়েছে ৷ আর মুর্শিদাবাদে জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ কেন্দ্রে নির্বাচন রয়েছে ৷ এই নির্বাচনের মধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ এই পরিস্থিতিতে কীভাবে নির্বাচন করা হবে, সে নিয়ে আলোচনা করতেই আজ এই জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচন আধিকারিক ৷ দুর্যোগের মধ্যে ভোটারদের যাতে বুথে পৌঁছাতে সমস্যা না হয়, সেই নিয়ে কলকাতা দক্ষিণ এবং মুর্শিদাবাদের নির্বাচন আধিকারিকদের বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব ৷

আরও পড়ুন : Kunal-Locket : আগে ভবানীপুরে মমতার হার বাঁচান, কুণালের টুইট-জল্পনার উত্তর লকেটের

পাশাপাশি, আজ সন্ধ্যা 6টার পর নির্বাচনী প্রচারের সময় শেষ হয়ে যাচ্ছে ৷ এই তিন নির্বাচনী কেন্দ্রগুলির নিরাপত্তার বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে কমিশন সূত্রে খবর ৷ সেইসঙ্গে ভোটের আগের দিন এবং ভোটের দিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বিস্তর আলোচনা হবে ওই বৈঠকে ৷ বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকেই এবার আগে থেকে সতর্ক হতে চাইছে নির্বাচন কমিশন ৷

আরও পড়ুন : Bhabanipur : ভবানীপুরে বিজেপির প্রচারে উত্তেজনা, দিলীপ ঘোষকে হেনস্থার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.