ETV Bharat / city

Kunal-Locket : আগে ভবানীপুরে মমতার হার বাঁচান, কুণালের টুইট-জল্পনার উত্তর লকেটের

author img

By

Published : Sep 27, 2021, 1:00 PM IST

Updated : Sep 27, 2021, 2:02 PM IST

kunal ghosh indicates that locket chatterjee may rejoin tmc
Kunal-Locket : ভবানীপুরে মমতার জয় নিশ্চিত করুন, কুণালের ট্যুইট-জল্পনার উত্তর লকেটের

সোমবার সকালে টুইট করে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগদানের জল্পনায় ইন্ধন দিয়েছিলেন কুণাল ঘোষ ৷ পরে সেই দাবি খারিজ করে দিলেন বিজেপির এই নেত্রী ৷

কলকাতা, 27 সেপ্টেম্বর : বাবুল সুপ্রিয়র পর কি এবার লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ? দলবদলের রাজনীতিতে বিজেপি (BJP) থেকে তৃণমূল (Trinamool Congress) যোগদানের জল্পনায় গত কয়েকদিন ধরে এই প্রশ্নই ঘোরাফেরা করছে ৷ সেই জল্পনার আগুনে সোমবার সকালে ঘি ঢাললেন ঘাসফুল শিবিরের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

যদিও কুণালের সেই দাবিকে সরাসরি নস্যাৎ করে দিয়েছেন হুগলির সাংসদ ৷ তাঁর পালটা দাবি, ‘‘আপনি আগে এটা সুনিশ্চিত করতে নজর দিন, যাতে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে না যান ৷’’

আরও পড়ুন : Luizinho Faleiro : আজই কি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ?

প্রসঙ্গত, এদিন সকালে কুণাল ঘোষ টুইট করে লকেট চট্টোপাধ্যায়কে ভবানীপুরে (Bhabanipur Bye Election) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে প্রচার না করার জন্য ধন্যবাদ জানান ৷ কুণালের দাবি, বিজেপি এই ‘তারকা প্রচারক’-কে বারবার প্রচারে নামার অনুরোধ করেছিলেন ৷ কিন্তু লকেট সেই অনুরোধ উপেক্ষা করেন ৷

  • Thanks and congrats 'star campaigner' @me_locket for not campaigning at Bhabanipur. Inspite of many requests from BJP U hvn't come.
    As a friend wish your success wherever u r.
    World is too small.
    Hope those days will return again when u started your political innings.

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাই হুগলির সাংসদের সাফল্য কামনা করে তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদকের আশা, লকেট চট্টোপাধ্যায় যেখান থেকে রাজনৈতিক ইনিংস শুরু করেছিলেন, সেখানে আবার ফিরবেন ৷

আরও পড়ুন : Bharat Bandh : পথচারীকে কষিয়ে চড় সিপিআইএম নেতার, দুর্গাপুরে বনধ ঘিরে হইচই

এখানে উল্লেখ করা প্রয়োজন যে অভিনেত্রী থেকে লকেট চট্টোপাধ্যায় রাজনীতিক হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাত ধরে ৷ রাজনৈতিক মহল, তাঁকে কুণাল ঘোষ শিবিরের নেত্রী বলেই জানত ৷ সেই লকেটই আচমকা বিজেপিতে যোগদান করেন ৷ একাধিকবার ভোটে লড়েন ৷ বিজেপির মহিলা মোর্চার সভাপতিও হন ৷ মাঠে-ময়দানে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে তাঁকে নজর কাড়তেও দেখা গিয়েছে ৷

সম্প্রতি তাঁকে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির তরফে সহ-পর্যবেক্ষক করা হয় ৷ সেই দায়িত্ব পেয়ে তিনি খুশি বলে জানিয়েছিলেন ৷ তার পরও তাঁর দলবদল ঘিরে জল্পনা থামছে না ৷

আরও পড়ুন : Madan Mitra : আইকোর মামলায় সপুত্র মদনকে তলব সিবিআইয়ের

সম্প্রতি বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন ৷ তার পরই জল্পনা ছড়ায় যে এবার লকেট চট্টোপাধ্যায়ও ঘাসফুল শিবিরে ফিরতে চলেছেন ৷ কয়েকটি সংবাদমাধ্যমে এই নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হয় ৷ যদিও সেই সময় লকেট চট্টোপাধ্যায় প্রতিবাদ করে এই জল্পনা নস্যাৎ করে দিয়েছিলেন ৷ তার পর সোমবারও তিনি সপাটে কুণালের দাবিকে উড়িয়ে দিয়ে বিজেপিতে থাকার কথা জানিয়ে দিলেন ৷

আরও পড়ুন : Biplab Kumar Deb :"সরকারের হাতেই সব ক্ষমতা", আদালত অবমাননা নিয়ে বিপ্লবের মন্তব্যের সমালোচনায় তৃণমূল

তবে হাল ছাড়েননি কুণালও ৷ তিনি সেই টুইট ধরে রিটুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘ভাববেন না, মমতাদি বড় ব্যবধানেই জিতবেন ৷ আপনিও তাই চান ৷ আমি জানি যে আপনাকে আপনার দলের হয়ে লিখতে হচ্ছে ৷ কিন্তু আবার আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে এই টুইটে আপনি বিজেপির প্রার্থীর নাম উল্লেখ করেননি ৷’’

  • Ha Ha!
    Don't worry.
    Mamatadi will win with large margin. U want this also.
    I know that u hv to write in favour of yr party. But still I thank u that even in this reply also u didn't mention the name of the bjp candidate.
    कहि पे निगाहे, कहि पे निशाना।
    Well done. https://t.co/3ew8YnUfP4

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) September 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তার পর হিন্দি গানের একটি লাইন তুলে ধরেছেন ৷ লিখেছেন, ‘‘কঁহি পে নিগাহে, কঁহি পে নিশানা ৷’’ যা থেকে তিনি আবার লকেটের তৃণমূল যোগের জল্পনা নতুন করে ছড়িয়ে দিলেন ৷

Last Updated :Sep 27, 2021, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.