ETV Bharat / city

Saigal Hossain: সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রয়োজন কী, ইডির কাছে জবাব চাইল হাইকোর্ট

author img

By

Published : Oct 11, 2022, 12:40 PM IST

Updated : Oct 11, 2022, 1:04 PM IST

Calcutta High Court sought answer from ED regarding Transit Remand of Saigal Hossain
Saigal Hossain: সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রয়োজন কী, ইডি-এর কাছে জবাব চাইল আদালত

গরুপাচার মামলায় (West Bengal Cattle Smuggling Case) জেরার জন্য অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) দিল্লিতে নিয়ে যেতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) ৷ কিন্তু, এর কী প্রয়োজন ? ইডি (ED)-এর কাছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ মঙ্গলবার দুপুরেই জবাব তলব আদালতের ৷

কলকাতা, 11 অক্টোবর: কলকাতা, 11 অক্টোবর: গরুপাচার মামলায় (West Bengal Cattle Smuggling Case) ধৃত সায়গল হোসেনকে (Saigal Hossain) দিল্লি নিয়ে যাওয়ার প্রয়োজন কী ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate)-এর কাছে এই প্রশ্নের উত্তর চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আদালতের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার (11 অক্টোবর, 2022) দুপুর 2টোর মধ্যে ইডি (ED)-কে এই প্রশ্নের জবাব লিখিত আকারে জমা দিতে হবে ৷

প্রসঙ্গত, গরুপাচার মামলায় তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করার বহু আগেই তাঁর দেহরক্ষী তথা রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত সায়গলকে গ্রেফতার করা হয় ৷ পরবর্তীতে তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরার করার পরিকল্পনা করে ইডি ৷ সোমবার এই একই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে তারা ৷ আদালত সূত্রে খবর, এই প্রসঙ্গে রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে জানানো হয়েছে, ইডি আগেও একই দাবিতে দিল্লি হাইকোর্টে মামলা রুজু করেছিল ৷ যা খারিজ হয়ে যায় ৷

আরও পড়ুন: সায়গল হোসেনকে হেফাজতে নিতে হাইকোর্টের দ্বারস্থ ইডি

এই প্রেক্ষাপটে মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ইডি-কে নির্দেশ দেয়, এদিন দুপুর 2টোর মধ্যে আদালতে লিখিত জবাব জমা দিতে হবে তাদের ৷ তাতে জানাতে হব, সায়গল হোসেনকে কি আদৌ হেফাজতে নেওয়ার দরকার রয়েছে ইডি-এর ? থাকলে, সেই কারণ আদালতকে বিস্তারিতভাবে জানাতে হবে ৷ প্রসঙ্গত, সায়গল হোসেন বর্তমানে আসানসোলের সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ একই জায়গায় হাজতবাস করতে হচ্ছে অনুব্রতকেও ৷ সায়গলকে হেফাজতে নিতে চেয়ে সংশ্লিষ্ট কারাগার কর্তৃপক্ষের কাছে আগেই আবেদন জানিয়েছিল ইডি ৷ কিন্তু, সংশোধনাগারের তরফে সেই আবেদন বাতিল করে দেওয়া হয় ৷ আর সেই কারণেই সোমবার (10 অক্টোবর, 2022) কলকাতা হাইকোর্টে মামলা রুজু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই মামলারই শুনানি হয় মঙ্গলবার ৷

Last Updated :Oct 11, 2022, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.