ETV Bharat / state

Saigal Hossain: সায়গল হোসেনকে হেফাজতে নিতে হাইকোর্টের দ্বারস্থ ইডি

author img

By

Published : Oct 9, 2022, 3:41 PM IST

ED approaches Calcutta HC to get custody of Saigal Hossain
ED approaches Calcutta HC to get custody of Saigal Hossain

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) হেফাজতে নিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ শুক্রবার সায়গল হোসেনকে গ্রেফতার করে ইডি (Enforcement Directorate) ।

কলকাতা, 9 অক্টোবর: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) রবিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী (Anubrata Mondal ex bodyguard) সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি নিয়ে ৷ গরুপাচার কাণ্ডে সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী আধিকারিকরা ৷

শুক্রবার আসানসোলের ভ্যাকেশন স্পেশাল জজ কোর্টে কেষ্ট-ঘনিষ্ঠকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি জানানো হয় ৷ কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত ৷ প্রযুক্তিগত ত্রুটি এবং সময় সীমাবদ্ধতার কারণে আদালত ইডির আবেদন খারিজ করে দেয় বলে জানা গিয়েছে ৷ এরপরেই উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইডির তরফে (Enforcement Directorate)।

এক তদন্তকারী আধিকারিক জানান, গরুপাচার মামলার তদন্তের স্বার্থে সায়গল হোসেনকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ৷ শুক্রবার একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার পরই সায়গলকে গ্রেফতার করা হয় (ED arrests Saigal Hossain)। প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর অনুব্রত-ঘনিষ্ঠকে গ্রেফতারির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ইডি কর্তা আরও জানান, এখন সায়গলকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এর জন্যই পুজোর ছুটির পর আদালত খোলার অপেক্ষা না-করে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন আদালতে আবেদন করার সিদান্ত নেওয়া হয়েছে ৷ যে কোনওদিন এ বিষয়ে শুনানি হতে পারে ।

প্রসঙ্গত, রবিবার আসানসোল সংশোধনাগারে হঠাৎ হাজির হন ইডির গোয়েন্দারা (ED visits Asansol Jail)। ইডির দুই সদস্য আজ আসানসোল সংশোধনাগারে যান । তাঁরা গরুপাচার-কাণ্ডে (Cattle Smuggling Case) অভিযুক্ত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) সঙ্গে দেখা করেন ৷ সূত্রের তরফে জানা গিয়েছে, তাঁরা একটি নথিতে সায়গলকে দিয়ে সই করিয়েও নিয়ে যান ।

আরও পড়ুন: আসানসোল সংশোধনাগারে ইডি, সায়গলকে সই করানো হল নথিতে

উল্লেখ্য, শুক্রবার গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) নামে আসানসোল সিবিআই আদালতে (Asansol CBI Court ) চতুর্থ চার্জশিট জমা করেছে সিবিআই । এই মামলায় ইডির পাশাপাশি তদন্ত করছে সিবিআই ৷ চার্জশিটে অনুব্রতর নামে 18 কোটি টাকার ফিক্সড ডিপোজিটেরও উল্লেখ রয়েছে । এছাড়াও 53টি দলিলের উল্লেখ করা আছে এই চার্জশিটে । এই দলিলগুলি সবই অনুব্রত ও তাঁর স্ত্রী-কন্যার নামে রয়েছে বলে জানিয়েছে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.