ETV Bharat / city

Post Poll Violence Case: ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত 13 জনের জামিন খারিজ হাইকোর্টে

author img

By

Published : Jul 25, 2022, 12:13 PM IST

Calcutta High Court rejects bail plea of 13 accused of post poll violence case
ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত 13 জনের জামিন খারিজ হাইকোর্টে

ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) অভিযুক্ত 13 জনের জামিন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court rejects bail plea)৷ নিম্ন আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছিল ৷

কলকাতা, 25 জুলাই: ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) অভিযুক্ত 13 জনের জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court rejects bail plea)। বিচারপতি দেবাংশু বসাক আজ এই নির্দেশ দিয়েছেন ৷

দক্ষিণ 24 পরগনার একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন ওই 13 জন । তাঁরা জামিনের আবেদন জানালেও সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত (Calcutta High Court news)৷ বিচারপতি বলেছেন, সিবিআই এই মামলায় এখনও তদন্ত চালাচ্ছে । এখনই অভিযুক্তদের জামিন দিলে মামলার ক্ষতি হতে পারে । তাছাড়া তাঁরা যে অপরাধ করেননি, এমন প্রমাণ তাঁদের কাছে নেই । প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণের মামলাগুলির তদন্ত করছে সিবিআই ।

একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হিংসার ঘটনা ঘটেছিল, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় । সেই মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ খুন ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ সংক্রান্ত মামলার তদন্তের দায়িত্ব দেয় সিবিআইকে । সিবিআই ওই 13 জনকে নানা অভিযোগে গ্রেফতার করলেও নিম্ন আদালতে জামিন পেয়ে যান তাঁরা ।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতা আবু তাহেরের আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

নিম্ন আদালতের এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল করে সিবিআই । হাইকোর্টে সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ রয়েছে বলে উল্লেখ করে । পাশাপাশি তাদের যুক্তি ছিল, এই ঘটনায় তদন্ত এখন মাঝপথে ৷ এই পরিস্থিতিতে এঁদের জামিন মঞ্জুর করলে প্রকৃত দোষীরা ছাড়া পেয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করে তারা ৷ সিবিআইয়ের আইনজীবীর এই সওয়ালকে মান্যতা দিয়ে অভিযুক্তদের জামিন খারিজ করে দেয় আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.