ETV Bharat / city

Upper Primary Recruitment : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ, হাইকোর্টে বড় ধাক্কা মমতা-সরকারের

author img

By

Published : Jun 30, 2021, 1:39 PM IST

Updated : Jun 30, 2021, 1:56 PM IST

সম্প্রতি উচ্চ প্রাথমিক নিয়োগের ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ মামলাকারীদের দাবি, ইন্টারভিউয়ের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দুর্নীতি করা হয়েছে ৷

calcutta high court issue stay order on upper primary recruitment
Upper Primary Recruitment : উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ, হাইকোর্টে বড় ধাক্কা মমতার সরকারের

কলকাতা, 30 জুন : উচ্চ প্রাথমিকে নিয়োগ (Upper Primary Recruitment) নিয়ে কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ৷ ওই নিয়োগের উপর আদালত স্থগিতাদেশ দিয়ে দিল ৷ রাজ্য সরকার যে ভাবে এই ক্ষেত্রে নিয়োগ করছে, তা ত্রুটিপূর্ণ বলে মনে করে উচ্চ আদালত ৷ সেই কারণেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য যে ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে, তাতে দুর্নীতির অভিযোগে গত কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বেশ কিছু মামলা দায়ের হয় । একটি মামলা করেছিলেন অভিজিৎ ঘোষ নামে এক চাকরিপ্রার্থী । সেই মামলাতেই আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করলেন । মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বললেন, ‘‘এই সরকার যে দুর্নীতিগ্রস্ত, কলকাতা হাইকোর্টের এই নির্দেশই তার প্রমাণ ।’’

আরও পড়ুন : Narada Case : মুখ্যমন্ত্রী-আইনমন্ত্রীর হলফনামা গ্রহণ কলকাতা হাইকোর্টের

কলকাতা হাইকোর্টের নির্দেশেই গত 21 জুন স্কুল সার্ভিস কমিশন 14 হাজার 339টি পদে নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করে ৷ কিন্তু সেখানে দেওয়া হয়েছে শুধুমাত্র প্রার্থীদের নাম আর জন্ম তারিখ ৷ হাইকোর্ট এর আগে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার অভাবে বাতিল করে দিয়েছিল । কিন্তু এবারও ফের সেই একই অভিযোগ ওঠে । এই অভিযোগে একাধিক মামলা দায়ের হয় ।

আইনজীবী ফিরদৌস শামীম জানান, কম নম্বরের প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে । দুর্নীতি এবং স্বজনপোষণের চূড়ান্ত অভিযোগ । এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আদালত এর আগে নির্দেশ দেওয়ার সত্ত্বেও প্রার্থীদের যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কোনও নম্বরের উল্লেখ করা হয়নি । তিনি জানিয়েছেন যে পিওর সাইন্স, বাংলা, ভূগোল-সহ একাধিক বিষয়ের প্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ।

আরও পড়ুন : মমতার পর হাইকোর্টে জিতেন্দ্র, ভোট পুনর্গণনার দাবিতে মামলা

কিছু দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে প্রায় 30 হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে । সেই ঘোষণা মতোই উচ্চ প্রাথমিকে 14 হাজার 339 পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন । প্রকাশ করেছিল ইন্টারভিউ তালিকা । কিন্তু তাতে একাধিক গলদ রয়েছে মনে করে আপাতত এই নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন : গোর্খাল্যান্ডে প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষকের প্রয়োজনীয়তার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুঙের

Last Updated :Jun 30, 2021, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.