CBI to seal SSC office : সন্ধ্যা 7টার মধ্যে সিবিআইকে এসএসসি ভবনের ডেটা রুম সিল করার নির্দেশ হাইকোর্টের

author img

By

Published : May 19, 2022, 6:00 PM IST

Updated : May 19, 2022, 10:28 PM IST

CBI to seal SSC office

আপাতত সিআরপিএফ-ই আচার্য ভবনের নিরাপত্তায় থাকবে । আদালতের নির্দিষ্ট করে দেওয়া ব্যক্তি বাদে কাউকেই ঢুকতে দেওয়া হবে না । সমস্ত কম্পিউটার এবং অন্যান্য মেশিন পর্যবেক্ষণ করে সিল করবে সিবিআই (Cal HC directs CBI to seal SSC office Data room)।

কলকাতা, 19 মে : সন্ধ্যা 7টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের ডেটারুম সিল করবে সিবিআই । নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি ও অফিসার পার্নো বোসের উপস্থিতিতে সমস্ত কম্পিউটার এবং অন্যান্য মেশিন পর্যবেক্ষণ করে সিল করবে সিবিআই (Cal HC directs CBI to seal SSC office Data room) ।

আপাতত সিআরপিএফ-ই আচার্য ভবনের নিরাপত্তায় থাকবে । আদালতের নির্দিষ্ট করে দেওয়া ব্যক্তি বাদে কাউকেই ঢুকতে দেওয়া হবে না । শুধুমাত্র চেয়ারম্যান, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং দু'জন স্টেনোকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে । দু'জন সিআরপিএফ জওয়ান তৃতীয় তলার ডেটা রুম পাহারা দেবে । ডেটা রুমে তালা মারবে সিবিআই । স্কুল সার্ভিস কমিশনের কোনও ধরনের তথ্যের প্রয়োজন হলে আদালতকে তা জানাতে হবে ।

এসএসসি ভবনের ডেটা রুম সিল করার নির্দেশ হাইকোর্টের

মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী কিশোর দত্ত গতকাল রাতের নির্দেশের বিষয়ে হলফনামা জমা দিতে চেয়েছিলেন ৷ বিচারপতি তার অনুমতি দেননি । পাশাপাশি ডেটা রুমের দখল নেওয়ার বিষয়েও আপত্তি জানিয়েছিলেন আইনজীবী, সেই আপত্তিও গ্রহণ করেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷

অন্যদিকে, মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘আদালতের নির্দেশের পরও চেয়ারম্যান পদত্যাগ করল ৷ তড়িঘড়ি আরেকজন নিয়োগ হল ৷ এর থেকে স্পষ্ট, সারদা-নারদা তদন্তে অনেক প্রমাণ এর আগে নষ্ট হয়েছে । পাশাপাশি নবমীর দিন প্রভাবশালীর জামিনের মামলার শুনানি যদি হতে পারে, গতকাল রাতে যে এসএসসি মামলার শুনানি হয়েছে তাতে অস্বাভাবিক কিছু ঘটেনি ৷’’

আরও পড়ুন : এসএসসি ভবনে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা

তারপরেই এসএসসির তরফে আইনজীবী জানান, পুরনো চেয়ারম্যান পদত্যাগ করেছেন ঠিকই ৷ তবে নতুন কোন চেয়ারম্যান এখনও নিয়োগ হয়নি ।

Last Updated :May 19, 2022, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.