ETV Bharat / city

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে মন খারাপ বুদ্ধদেবের

author img

By

Published : Aug 31, 2020, 9:49 PM IST

আজ সন্ধ্যায় প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য । পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের ঘটে যাওয়া দুঃসংবাদগুলি মেনে নিতে পারছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী ।

demise of Former President Pranab Mukherjee
ছবি

কলকাতা, 31 অগাস্ট : প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজ্য রাজনীতির আঙিনায় শোকের ছায়া নেমে এসেছে । শোকসন্তপ্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । সিঙ্গুর আন্দোলনের সময় শিল্পের পক্ষেই সায় ছিল প্রণব মুখোপাধ্যায়ের । দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে বসে হয়ত আজ সেই কথাই মনে পড়ল প্রাক্তন মুখ্যমন্ত্রীর । তাঁর পরিবার সূত্রে জানা গেছে, আজ সন্ধেবেলা প্রণব মুখোপাধ্যায় মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ।

আগের থেকে কিছুটা হলেও সুস্থ রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বহুবার দেখা হয়েছে তাঁর। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই দুই প্রাক্তনী দুই মেরুর হলেও সম্পর্ক ছিল উষ্ণতার । বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজখবরও নিতেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

আরও পড়ুন : প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে 7 দিনের জাতীয় শোক

মুখ্যমন্ত্রিত্ব চলে যাওয়ার পরও বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একাধিকবার প্রণব মুখোপাধ্যায়ের কথা হয়েছে । পরিবার সূত্রে খবর, আজ সন্ধ্যায় প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য । চলতি বছরের ঘটে যাওয়া দুঃসংবাদগুলি মেনে নিতে পারছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.