ETV Bharat / city

করোনা কেড়ে নিল মরণোত্তর দেহদান আন্দোলনের সঙ্গে জড়িত ব্রজ রায়কে

author img

By

Published : May 13, 2021, 4:55 PM IST

করোনা কেড়ে নিল মরণোত্তর দেহদান আন্দোলনের সঙ্গে জড়িত ব্রজ রায়কে
করোনা কেড়ে নিল মরণোত্তর দেহদান আন্দোলনের সঙ্গে জড়িত ব্রজ রায়কে

আজ সকাল 10.45 নাগাদ এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর । কিছুদিন আগেই প্রবল শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক অসুবিধা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি ।

কলকাতা, মে 13 : জীবিতকালে মরণোত্তর দেহদান এবং অঙ্গদান নিয়ে আন্দোলন ছিল তাঁর একমাত্র ধ্যানজ্ঞান । মানুষকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য তিনি প্রাণপাত করেছেন । মানুষকে মরণোত্তর দেহদান এবং অঙ্গদানে সচেষ্ট করতে সৃষ্টি করেছিলেন ‘গণদর্পন’ নামের স্বেচ্ছাসেবী সংস্থা । কিন্তু কালান্তক করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিল তাঁর প্রাণ । তিনি স্বনামধন্য ব্রজ রায় ।

আজ সকাল 10.45 নাগাদ এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর । কিছুদিন আগেই প্রবল শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক অসুবিধা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি । করোনা পরিক্ষা করা হয় তাঁর এবং রিপোর্ট পজিটিভ আসে । অবশেষে বৃহস্পতবার সকালে তাঁর অসংখ্য অনুগামীদের কাঁদিয়ে তিনি পরলোকগমন করলেন ।

মরণোত্তর দেহদান এবং অঙ্গদান নিয়ে আন্দোলনের এই পথিকৃৎ মনেপ্রাণে ছিলেন বামপন্থী । দীর্ঘদিন ধরেই বাম-আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তিনি । মানবাধিকার আন্দোলনের সঙ্গেও দীর্ঘকাল জড়িত ছিলেন তিনি জীবনকালে । দীর্ঘদিন যুক্ত ছিলেন মানবাধিক সংগঠন, অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস বা এপিডিআরের সঙ্গে । তাঁর মৃত্যতে শোকের ছায়া নেমে এসেছে মরণোত্তর দেহদান এবং অঙ্গদান নিয়ে আন্দোলনের সাথে যুক্ত সমাজকর্মীদের মধ্যে ।

আরও পড়ুন : জিএসটি কাউন্সিলের বৈঠক নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন অমিত মিত্র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.