ETV Bharat / city

Bengal Bye Election : আসানসোল-বালিগঞ্জে বিপ্লব-হিমন্ত সহ 40 তারকা প্রচারকের নাম ঘোষণা বিজেপির

author img

By

Published : Mar 24, 2022, 10:08 PM IST

bjp-announces-40-leaders-name-as-star-campaigner-in-bengal-bye-election
Bengal Bye Election : আসানসোল-বালিগঞ্জে বিপ্লব-হিমন্ত সহ 40 তারকা প্রচারকের নাম ঘোষণা বিজেপির

আগামী 12 এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপ-নির্বাচন (Asansol-Ballygunge Bye Election) ৷ ওই দুই কেন্দ্রে প্রচারের জন্য 40 জনের নাম তারকা প্রচারকের তালিকায় রাখল বিজেপি (BJP Announces 40 Leaders name as Star Campaigner in Bengal Bye Election) ৷

কলকাতা, 24 মার্চ : আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন (Asansol-Ballygunge Bye Election) ৷ ওই দুই কেন্দ্রের জন্য তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি (BJP Announces 40 Leaders name as Star Campaigner in Bengal Bye Election) ৷ তালিকায় বিজেপির কেন্দ্রীয় স্তরের হেভিওয়েট নেতাদের নাম তো রয়েছেই ৷ তার সঙ্গে উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্যের মুখ্যমন্ত্রীরও নাম রয়েছে ৷

বিজেপির তরফে জানা গিয়েছে, আসানসোল ও বালিগঞ্জে প্রচারের জন্য 40 জনের নাম তারকা প্রচারকের তালিকায় রাখা হয়েছে ৷ তালিকায় নাম রয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Tripura CM Biplab Deb), অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Assam CM Himanta Biswa Sharma), কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, সাংসদ গৌতম গম্ভীর, মনোজ তিওয়ারি, গিরিরাজ সিং, নিত্যানন্দ রাই, বাবুলাল মারান্ডি, অর্জুন মুন্ডা, রবি শঙ্কর প্রসাদ প্রমুখ ৷

এছাড়া বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder), পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari), মেদিনীপুরের সাংসদ তথা জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নাম রয়েছে ৷ আর রয়েছে বাংলা থেকে নির্বাচিত হওয়া তিন সাংসদ, যাঁরা এখন কেন্দ্রীয় মন্ত্রী, সেই শান্তনু ঠাকুর, জন বারলা ও সুভাষ সরকারের নাম ।

2014 সালে আসানসোল লোকসভা আসনের ফল বঙ্গ রাজনীতিকে চমকে দিয়েছিল ৷ সেখান থেকে সাংসদ হয়ে মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ 2019-এও তাঁর জয়ের ধারা অব্যাহত থাকে ৷ ফলে পর পর দু’বার জেতা আসন উপ-নির্বাচনে ধরে রাখা বিজেপির কাছে চ্যালেঞ্জ তো বটেই ! পাশাপাশি আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছেন আর তৃণমূলের প্রার্থী হয়েছেন বিজেপির প্রাক্তনী শত্রুঘ্ন সিনহা, তাই ওই আসনে জয় আরও বেশি জরুরি হয়ে উঠেছে গেরুয়া শিবিরের জন্য ৷

অন্যদিকে বালিগঞ্জের বিধায়ক ছিলেন প্রবাদপ্রতিম সুব্রত মুখোপাধ্যায় ৷ তাঁর প্রয়াণে ওই কেন্দ্রে উপ-নির্বাচন হতে চলেছে ৷ সেখানে তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ যিনি বছর খানেক আগেও মোদি সরকারের মন্ত্রী ছিলেন ৷ গত বিধানসভা ভোটে বিজেপির হয়ে লড়াইও করেছেন ৷ তাই সেখানেও মান-রক্ষার লড়াইয়ে নামতে হয়েছে বিজেপিকে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুই কেন্দ্রে প্রচারে কোনওরকম গা ছাড়া মনোভাব দিতে নারাজ গেরুয়া শিবির ৷ তাই যত বেশি সম্ভব হেভিওয়েট নেতাদের প্রচারে এনে লড়াইয়ের ময়দানে থাকতে চাইছে তারা ৷

বিজেপি অবশ্য মনে করছে যে আসানসোল তো তাদের হাতেই থেকে যাবে ৷ আর এবার বালিগঞ্জেও তারা জিতবে ৷ দলের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতিময় সিং মাহাতো বলেন, "দুই কেন্দ্রেই বিজেপির লড়াই করবে । দু’টি আসনেই বিজেপি জয়লাভ করবে ।’’

আরও পড়ুন : Ballygunge Assembly Bye Poll : সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে আশীর্বাদ নিতে যেতে চান বিজেপি প্রার্থী কেয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.