Presidential Election 2022: যশবন্তে নাখুশ বঙ্গ-সিপিএম ! রাষ্ট্রপতির পদে বিরোধী প্রার্থী নিয়ে 'অন্য সুর' বিকাশের

author img

By

Published : Jun 22, 2022, 2:13 PM IST

Bikash Ranjan Bhattacharya comments on opposition candidate of Presidential Election 2022 Yashwant Sinha

রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) প্রার্থী হিসাবে প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহাকে (Yashwant Sinha) বেছে নিয়েছেন বিরোধীরা ৷ এই বিরোধী শিবিরে সিপিএম-ও রয়েছে ৷ তারপরও যশবন্তকে নিয়ে অসন্তোষের খবর মিলছে বঙ্গ সিপিএম-এর অন্দর থেকে ! প্রার্থী বাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্যও !

কলকাতা, 22 জুন: রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) প্রার্থী হিসাবে সর্বসম্মতভাবে যশবন্ত সিনহার (Yashwant Sinha) নাম ঘোষণা করেছে বিরোধী শিবির (Opposition) ৷ বামেরাও সেই প্রক্রিয়ার বাইরে নয় ৷ অথচ, যশবন্তকে নাকি মানতেই পারছেন না বঙ্গ সিপিএম-এর নিচুতলার কর্মীদের একাংশ ! এমনকী, দলের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya), রাষ্ট্রপতি নির্বাচনে যিনি বামেদের প্রতিনিধি হিসাবে ভোটদানও করবেন, সেই তিনিও 'একদা বিজেপি নেতা' যশবন্ত সিনহাকে বিরোধী শিবিরের প্রার্থী হিসাবে মানতে পারছেন না বলে দাবি করা হচ্ছে ! ফলে এ নিয়ে কানাঘুষো শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে ৷ বিষয়টি নিয়ে সোশ্য়াল মিডিয়াতেও চলছে নানা জল্পনা ৷

সিপিএম সূত্রে খবর, বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নিয়ে যাতে কোনও বিরূপ মন্তব্য করা না হয়, তেমন নির্দেশ দিয়ে মঙ্গলবারই আলিমুদ্দিনে বার্তা পাঠিয়েছে রাজধানীর এ কে গোপালন ভবন ৷ তারপরও অন্দরের ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে ৷ দলের নিচুস্তরের কর্মীরা সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর (Jyoti Basu) প্রধানমন্ত্রী না হওয়ার প্রসঙ্গ তুলে ধরছেন অনেকে ৷ অনেকে কটাক্ষ করে ফেসবুকে লিখছেন , "রাজনীতি দিয়ে তেল মালিশের নীতির বিচার হোক ৷ কোন নীতি দিয়ে ফেরাব আমরা ছিতামণির চোখ ?"

Bikash Ranjan Bhattacharya comments on opposition candidate of Presidential Election 2022 Yashwant Sinha
ফেসবুকে সমালোচনা ৷

আরও পড়ুন: Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা

কেউ আবার লিখছেন , "যশবন্ত সিনহা আমাদের মতো সাধারণ ভারতবাসীর শত্রু ৷ সাফ কথা ৷ এ নিয়ে কোনোরকম ঢং-এর কথার কোনও ভিত্তি নাই ৷ দক্ষিণপন্থীরা ওঁকে বেছেছেন, কারণ তাঁরা দক্ষিণপন্থী ৷ আর যাঁরা বামপন্থী নাম নেওয়া, তাঁরা সংশোধনের পথ নিতে নিতে দুর্নীতির দিকে গড়িয়ে গিয়েছেন, তাই (যশবন্তের নাম) বেছেছেন ৷"

  • CPI(M) General Secretary Com Sitaram Yechury attended meeting of opposition parties where the joint statement was issued: pic.twitter.com/OcHrfWcHd7

    — CPI (M) (@cpimspeak) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে যশবন্ত সিনহাকে বেছে নেওয়ার পর 21 জুনই বিরোধী শিবিরের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় ৷ যার মোদ্দা কথা হল, 'মোদি সরকারের কবল থেকে ভারতের গণতন্ত্র ও সমাজকে রক্ষা করতেই' যশবন্তকে 'সংবিধানের রক্ষাকর্তা' হিসাবে দায়িত্ব পালনের জন্য বেছে নেওয়া হচ্ছে ৷ তারপরও বঙ্গ সিপিএম-এর অন্দরের এই ক্ষোভ কেন্দ্রবিরোধী শিবিরের ঐক্য নিয়েই প্রশ্ন তুলে দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

বিষয়টি নিয়ে সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে (Sujan Chakraborty) প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটি পুরোপুরিভাবে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত ৷ এই বিষয় নিয়ে আমাদের কোনও মন্তব্য করা উচিত নয় ৷" তবে, এই ভোটে বামেদের হয়ে বাংলা থেকে একমাত্র বিকাশরঞ্জন ভট্টাচার্যই অংশগ্রহণ করবেন ৷ তাঁর মতে, "যশবন্ত সিনহার পরিবর্তে অন্য কাউকে প্রার্থী করা হলে ভালো হত ৷ প্রার্থী নির্বাচন ঠিক হয়নি !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.