ETV Bharat / city

Anupam slams State BJP : সৌমিত্রর সুর অনুপমের গলায়, উপনির্বাচনে হেরে রাজ্য নেতৃত্বকে দুষলেন প্রাক্তন সাংসদ

author img

By

Published : Apr 17, 2022, 9:54 PM IST

আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের হারের জন্য দলীয় নেতৃত্বকে বিঁধলেন বিজেপির প্রাক্তন সাংসদ অনুপম হাজরা (Anupam Hazra Criticises State BJP Leadership) ৷

Anupam Hazra
সৌমিত্রর সুর অনুপমের গলায়

কলকাতা, 17 এপ্রিল : দুই উপনির্বাচনে ভরাডুবির পর ফের অন্তর্কলহ শুরু হয়েছে রাজ্য় বিজেপির অন্দরে ৷ একদিকে রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দিয়েছেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ৷ অন্যদিকে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra slams State BJP) ।

এদিন অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘কেন এতগুলো ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করা উচিত । আমি যতদূর জানি, গৌরীশংকরবাবু একজন ভাল সংগঠক । যাঁদেরকে এতদিন গুরুত্ব দেওয়া হল, তাঁরা সব দল ছেড়ে চলে গিয়েছে ৷ আর যারা এতদিন মাটি কামড়ে পড়ে ছিল, তাঁরা ইস্তফা দিচ্ছেন ৷’’

একদিন আগেই উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের হারের জন্য দলীয় নেতৃত্বকে বিঁধেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan Criticises State BJP Leadership) ৷ এবার কার্যত একই সুর শোনা গেল অনুপম হাজরার গলাতেও ৷ ফলে পদ্মশিবিরের অস্বস্তি ক্রমশ বাড়ছে ৷ তা মেটাতেই কাল বিক্ষুব্ধ নেতাদের নিয়ে বিজেপির রাজ্য দফতরে বৈঠকে বসছেন রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন : অপরিণত রাজ্য নেতৃত্ব, তৃণমূলের কাছে শেখার পরামর্শ বিজেপি সাংসদ সৌমিত্রর

অন্যদিকে, সৌমিত্রর মতোই অনুপমের মন্তব্যেরও কোনও দায় নেয়নি বিজেপি ৷ দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এটা তাঁর ব্যক্তিগত মতামত । এর সঙ্গে পাটির কোনও সম্পর্ক নেই ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.