Cossipore BJP Worker Death : কাশীপুর কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে ক্ষুব্ধ অমিত শাহ

author img

By

Published : May 11, 2022, 10:44 PM IST

Cossipore BJP Worker Death Update

কাশীপুরে বিজেপির যুবকর্মীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই চটেছেন অমিত শাহ ৷ কারণ রাজ্য বিজেপির তরফে খুনের তত্ত্ব খাড়া করা হলে শাহ সিবিআই তদন্তের দাবি জানান ৷ তবে ময়নাতদন্তের পর তা ধোপেই টিকল না (Cossipore BJP Worker Death Case) ৷

কলকাতা, 11 মে : কাশীপুরের বিজেপি যুবকর্মীর ময়নাতদন্ত রিপোর্ট আদালতে জমা পড়তেই বঙ্গ-বিজেপির নেতাদের উপর বেদম চটেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বিজেপি সূত্রে খবর, অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে অমিত শাহকে যে রিপোর্ট বঙ্গ বিজেপি দেয়, সেটা ঠিক ছিল না । রাজ্য নেতৃত্বের রিপোর্টের উপর ভিত্তিতেই অমিত শাহ এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করেন । এমনকি এই ঘটনায় তৃণমূল যুক্ত থাকার অভিযোগও করেন ৷ কিন্ত ময়নাতদন্তের রিপোর্টে অর্জুনের আত্মহত্যার বিষয়টি সামনে আসে ৷ একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তাঁর মন্তব্য করার আগে বঙ্গ বিজেপির আরও ভাল করে বিষয়টি খতিয়ে দেখার দরকার ছিলও বলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করেছেন (BJP Central Leaders on Cossipore BJP Worker Death Case) ।

জানা গিয়েছে, আলিপুর কম্যান্ড হাসপাতালে হওয়া ময়নাতদন্তের রিপোর্টে খুনের তত্ত্ব নেই । আর এই ঘটনায় বঙ্গ বিজেপি নেতৃত্বের উপর ক্ষুব্ধ হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই খবর দিল্লি বিজেপি সূত্রে ৷ বিজেপির এক প্রবীণ নেতা বলেন, "অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর বিষয়ে উত্তর কলকাতা জেলা নেতৃত্ব যে রিপোর্ট পাঠিয়েছিলও সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছিলাম । আমাদের রাজ্য নেতৃত্ব অর্জুনের পরিবারের সঙ্গেও আমরা কথা বলেছিলাম । তাঁদের বয়ানের ভিত্তিতে আমরা অমিত শাহকে রিপোর্ট পাঠিয়েছিলাম ৷"

শাহ গত শুক্রবার উত্তরবঙ্গে ছিলেন । সেদিনই কলকাতার কাশীপুরে অর্জুন চৌরাসিয়া নামে যুবকর্মীর রহস্যময় মৃত্যুকে ঘিরে তুলকালাম করে বিজেপি । এমনকি মৃতদেহ নিয়ে যেতে পুলিশকে বাধা দেন বিজেপি কর্মীরা । রণক্ষেত্রের চেহারা নেয় কাশীপুর । ময়নাতদন্ত কেন্দ্রীয় হাসপাতালে করার জন্য বিজেপি আদালতের দ্বারস্থও হয় । আদালতের নির্দেশে আলিপুর কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত করা হয় । ঘটনাস্থলে আসেন শাহও ৷ নিহতের পরিজনদের সঙ্গে দেখা করেন । তিনিও বিজেপি কর্মীকে খুন করা হয়েছে বলে মন্তব্য করেন । কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে খুনের তত্ত্ব উঠে না আসায় যথেষ্ট বিব্রত তিনি ।

আরও পড়ুন : Cossipore BJP Worker's Death : কাশীপুর কাণ্ডে লালবাজারের আতস কাচের তলায় রহস্যজনক গাড়ি

আরও একটি বিষয়ে তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বের উপর ক্ষুব্ধ ৷ তা হল, অর্জুন চৌরাসিয়ার রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মারফৎ একটি ছবি পেয়েছেন শাহ ৷ ওই ছবি হাজির করে স্থানীয় বিধায়ক অতীন ঘোষ দাবি করেছিলেন, গত ডিসেম্বরে পৌরভোটে তৃণমূলপ্রার্থীর প্রচারে অংশ নিয়েছিলেন মৃত যুবক অর্জুন চৌরাসিয়া । স্বভাবতই কাশীপুরের যে যুবকের দেহ নিয়ে বিজেপি দফতরে নিয়ে গিয়ে রাজনৈতিক শহিদের মর্যাদা দেওয়া হল তাঁর পরিচয় নিয়েই বিভ্রান্তি ছিল শুরু থেকেই । সেই বিষয়টিও আগে থেকে শাহকে না জানানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ৷ ঘনিষ্ঠমহলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ৷ সঠিক খবর না-রেখে তাঁকে হাজির করে দল এবং তাঁর সম্মানহানি করা হয়েছে বলেও জানান তিনি । গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ রাজ্য বিজেপির নেতারা এখন কাশীপুর কাণ্ডের দায় এড়াতে এবং মুখ বাঁচাতে একে অপরের উপর দোষারোপও শুরু করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.