ETV Bharat / city

Amit Malviya on Bengal Covid Situation : সংক্রমণের দৈনিক হারে গরমিল, খতিয়ান তুলে ধরে খোঁচা অমিতের

author img

By

Published : Jan 16, 2022, 5:18 PM IST

12 জানুয়ারি রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের হার নিয়ে সমালোচনা চলছেই ৷ সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) পর এনিয়ে মুখ খুললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ রবিবার টুইটারে বিষয়টি নিয়ে সরব হন তিনি (Amit Malviya Tweets on Bengal Covid Situation) ৷

amit malviya tweets on bengal covid situation after sujan chakraborty
Amit Malviya on Bengal Covid Situation : সংক্রমণের দৈনিক হারে গরমিল, খতিয়ান তুলে ধরে খোঁচা অমিতের

কলকাতা, 16 জানুয়ারি : কোভিড মোকাবিলায় সাফল্যের খতিয়ান দিতে গিয়ে মুখ পুড়েছে রাজ্য প্রশাসন তথা সরকারের ৷ ভুল হিসাব নজর এড়ায়নি নেট নাগরিকদের ৷ বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ এবার মুখ খুললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya Tweets on Bengal Covid Situation) ৷ রাজ্য়ের সমালোচনায় হাতিয়ার করলেন বাংলার সরকার এবং ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) দেওয়া পরিসংখ্যান ৷

আরও পড়ুন : Municipal Election 2022 : ‘ব্যক্তিগত মত’-এ সিলমোহর, ভোট পিছনোয় হাইকোর্ট ও কমিশনকে ধন্যবাদ জানালেন অভিষেক

দিন দু‘য়েক আগে সোশ্যাল মিডিয়ায় দু’টি পরিসংখ্যান নিয়ে তুমুল সমালোচনা এমনকী, ঠাট্টা, তামাশাও শুরু হয় ৷ একের পর এক মিমে ভরে যায় ভার্চুয়াল দেওয়াল ৷ এর মধ্যে একটি পরিসংখ্যান রাজ্য়ের স্বাস্থ্য দফতর এবং অন্যটি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের পক্ষ থেকে প্রকাশ করা হয় ৷ তাতে দেখা যাচ্ছে, গত 12 জানুয়ারি গোটা রাজ্যে করোনার পরীক্ষা করা হয়েছে 71 হাজার 792 জনের ৷ তাঁদের মধ্যে পজিটিভ হয়েছেন 22 হাজার 155 জন ৷ অন্যদিকে, ওই একই দিনে ডায়মন্ডহারবারে মোট 53 হাজার 203 জনের করোনা পরীক্ষা করা হয়েছে ৷ তাঁদের মধ্যে মাত্র 1 হাজার 151 জন পজিটিভ ৷ তাহলে অঙ্কের হিসাব অনুযায়ী, 12 জানুয়ারি ডায়মন্ডহারবার বাদে বাকি রাজ্যে মোট 18 হাজার 589 জনের করোনা পরীক্ষা করা হয়েছে ৷ অথচ ডায়মন্ডহারবার বাদে বাকি রাজ্যে ওই দিন করোনা পজিটিভ হয়েছেন 21 হাজার 4 জন ৷ যার অর্থ ওই দিন গোটা রাজ্যের দৈনিক সংক্রমণের হার (Daily Covid Positivity Rate) ছিল 113 শতাংশ ! যা একেবারেই অসম্ভব ৷

  • If both, WB Health Dept run by Mamata Banerjee and data put out by Diamond Harbour MP Abhishek Banerjee for 12th Jan are correct, then Bengal tested 18,589 people across 41 LS constituencies of which 21,004 tested positive! 113% positivity rate.

    Is Mamata downsizing Abhishek? pic.twitter.com/x8w0DzCFMA

    — Amit Malviya (@amitmalviya) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

14 জানুয়ারি বিস্তারিতভাবে এই হিসাব তুলে ধরে সরাসরি ‘পিসি-ভাইপো’ এবং ‘ডায়মন্ডহারবার মডেল’কে আক্রমণ করেছিলেন সুজন ৷ রবিবার ঠিক সেই কাজটিই করেছেন অমিত মালব্য ৷ দু’টি ক্ষেত্রেই বার্তা খুব স্পষ্ট ৷ রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ সংক্রান্ত হিসাবে যে বিস্তর গরমিল থেকে যাচ্ছে, নিজেদের টুইটে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন সুজন, অমিতরা ৷

বস্তুত, করোনার প্রথম পর্বে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের (Mamata Banerjee led Government) বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছিল বিরোধীরা ৷ ওমিক্রনের আগমনের পর গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও সংক্রমণ লাফিয়ে বেড়েছে ৷ তারপরও গঙ্গাসাগর মেলা ও পৌর নির্বাচন (Municipal Election 2022) করানোর সিদ্ধান্ত থেকে সরেনি রাজ্যের সরকার ৷ এই প্রেক্ষাপটে হঠাৎই উল্টো সুর গেয়ে দু’মাসের জন্য সবকিছু বন্ধ রাখার পক্ষে সওয়াল করে বসেন অভিষেক ৷ করোনা ঠেকাতে তাঁর সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারে বিধিনিষেধ কঠোর করা হয় ৷ করা হয় আলাদাভাবে করোনা পরীক্ষার ব্যবস্থা ৷ যদিও নিন্দুকেরা বলছেন, করোনা আবহে এমপি কাপের আয়োজন করায় মুখ পুড়েছে অভিষেকের ৷ সেই দায় ঝাড়তেই ডায়মন্ডহারবার নিয়ে এত কড়াকড়ির বহর ৷

  • ভাইপো নিদান-
    কোভিড সংক্রমণ ৩ শতাংশে
    নামিয়ে আনতে হবে।
    বেশ!!

    'ডায়মন্ড হারবার মডেল'
    তো আছেই।
    গুলিয়ে মুলিয়ে
    হিসাব দাড় করালেই তো হবে!!

    ভাইপোর ইচ্ছায় পিসি!
    সেই মাফিক হিসাব দেখানোর
    জন্য প্রশাসন তো তৈরীই!!

    ২০ হাজার টেষ্টে
    ২১ হাজার পজিটিভ!!
    মানুষের বিপদ বাড়লেও
    'উন্নয়ন চলছে'!! pic.twitter.com/xCkKr6rBXR

    — Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর মূলত দু’টি ঘটনা ঘটে, যা অত্যন্ত লক্ষ্যণীয় ৷ প্রথমত, ডায়মন্ডহারবারকে ‘মডেল’ হিসাবে তুলে ধরার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস ৷ বোঝানোর চেষ্টা হয়, ডায়মন্ডহারবারের দেখানো পথে চললেই গোটা রাজ্যে করোনা বাগে আসবে ৷ আর দ্বিতীয়ত, এতদিন একগুঁয়ে মনোভাব দেখানোর পর হঠাৎই চার পৌরনিগমের ভোট তিন সপ্তাহের জন্য পিছিয়ে দিতে সায় দেয় রাজ্য ৷ দ্রুত তা কার্যকর করে রাজ্য নির্বাচন কমিশন ৷ যার জন্য টুইটারে রাজ্য নির্বাচন কমিশন এবং কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানাতেও ভোলেননি অভিষেক ৷ উপরন্তু, আগামী তিন সপ্তাহের মধ্যে রাজ্য়ে দৈনিক করোনা সংক্রমণের হার তিন শতাংশের নীচে নামিয়ে আনার আহ্বান জানান তিনি ৷ বর্তমানে যা 30 শতাংশেরও বেশি !

আরও পড়ুন : Municipal Election 2022 : কমিশনে চিঠি পাঠিয়ে একদিনে পৌরভোটের ফল ঘোষণার দাবি বামেদের

কোন উপায়ে সংক্রমণের হার 30 থেকে 3 শতাংশের নীচে নামিয়ে আনা হবে, সেটা আপাতত অজানা ৷ অভিষেক নিজে তা নিয়ে কিছু বলেননি ৷ কিন্তু, তা বলে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা তো আর চুপ করে বসে থাকবেন না ৷ রবিবার যেমন আরও একটি পোস্ট করেন সুজন ৷ তাতে ‘ভাইপোর নিদান’ শীর্ষক একটি কবিতা লেখেন তিনি ৷ যার মোদ্দা কথা হল, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় যখন বলেছেন, সংক্রমণের হার কমাতে হবে, তখন কাগজে কলমে তা কমিয়ে দেখাতে কোনও খামতি রাখবে না মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার ৷ তার জন্য প্রয়োজনে হিসাবে জল ঢালা হবে ৷ যেমনটা করা হয়েছিল গত 12 জানুয়ারি ৷ পরিসংখ্যান তুলে ধরে সেই একই কথা বলেছেন অমিত মালব্যও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.