Ballygunge By Poll 2022 : বালিগঞ্জে বিজেপি প্রার্থীর প্রচারে ছুরি নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author img

By

Published : Mar 28, 2022, 7:22 PM IST

Updated : Mar 28, 2022, 7:37 PM IST

alleged attack on keya ghosh

বিজেপির অভিযোগ তৃণমূল কর্মীরা (allegation against TMC) এদিন প্রচার চলাকালীন এই হামলা চালায়, কমিশনে অভিযোগ জানানো হয়েছে ৷

কলকাতা, 28 মার্চ : বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কেয়া ঘোষের (BJP Candidate Keya Ghosh) প্রচারে ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি ৷ জানা গিয়েছে, সোমবার দুপুরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 85 নম্বর ওয়ার্ডে যখন দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার করছিলেন কেয়া, সেই সময় তাঁদের উপর একদল তৃণমূক যুবক চড়াও হয় । ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ৷

কেয়া ঘোষের প্রচারে ছুরি নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন : শুভেন্দুর অঙ্গুলিহেলনেই পরিকল্পিত হামলা, বিধানসভাকাণ্ডে অভিযোগ পার্থর

এই ঘটনায় ছুরির আঘাতে বিজেপি প্রার্থীর এক সহকর্মী আহত হয়েছেন বলে গেরুয়া শিবিরের দাবি ৷ বিজেপি প্রার্থীর অভিযোগ এই গন্ডগোলের সময় পুলিশ ঘটনাস্থলে হাজির থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি । অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পুলিশ কেন তাকে গ্রেফতার করল না সেই প্রশ্ন তুলেছে বিজেপি ৷ এই ঘটনা প্রসঙ্গে বালিগঞ্জে বিজেপি প্রার্থী কেয়া ঘোষ বলেন, "নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ জানানো সত্বেও কমিশন ও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।"

Last Updated :Mar 28, 2022, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.