ETV Bharat / city

হৃদরোগে মৃত পরিবহন কর্মী, লকডাউনে চরম অভাবে দুশ্চিন্তায় মৃত্যু, দাবি পরিবারের

author img

By

Published : May 31, 2020, 8:55 AM IST

a transport worker was dead due to extreme financial shortage and anxiety
লকডাউনে চরম আর্থিক অভাব ও দুশ্চিন্তায় প্রাণ হারালো এক পরিবহন কর্মী

লকডাউনে অভাবের তাড়নায় ও দুশ্চিন্তায় মৃত্যু এক যুবকের, অভিযোগ ওই যুবকের পরিবারের ।

খড়িবাড়ি, 31 মে : টানা আড়াই মাস ধরে চলছে লকডাউন । বন্ধ গণপরিবহন । ট্রেন পরিষেবা থেকে বাস পরিষেবা সবই বন্ধ । এর ফলে চরম আর্থিক অভাবের মুখোমুখি হয়েছে বাসকর্মী, চালকসহ মালিকরাও । দীর্ঘ সময় ধরে চলা লকডাউনের ফলে লক্ষ লক্ষ পরিবহন কর্মী চরম দুর্দশায় পড়েছে । ঘুরে দাঁড়াবার কোনও আশার আলো দেখছে না তারা । এবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পরিবহন কর্মীর । বছর 35-র মহম্মদ ওলির । লকডাউনে অভাবের তাড়নায় ও দুশ্চিন্তায় মৃত্যু হয়েছে তাঁর, এমনই অভিযোগ ওলির পরিবারের তরফ থেকে করা হয়েছে ।

খড়িবাড়ি এলাকায় ছোট তিন সন্তান, স্ত্রী ও বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে থাকতেন ওলি । পরিবার সূত্রে জানা যায়, 7 সদস্যের অভাবের সংসারে দু'মুঠো তুলে দিতে কখনো ফলমূল-সবজি বিক্রি করেছেন । আবার 100 দিনের কাজ থেকে শুরু করে ইটভাটায় যোগ দিয়েছেন । ঠেলায় করে ছাতু বিক্রি করতেও তিনি ছাড়েননি । তবুও শেষ রক্ষা হল না ওলির । সকালে ঠেলায় সামগ্রী তুলে বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন । সঙ্গে সঙ্গে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে তিনি মারা যান ।

217 নম্বর বাস রুটের সম্পাদক অশোক সরকার বলেন, "ওলি আমার কাছে আজ বেশ কয়েক বছর কাজ করেছে । লকডাউনের পর থেকেই তাঁর সংসারে নেমে আসে দারিদ্রের ছায়া । এর ফলে তিনি অবসাদে ভুগতে শুরু করেন । কয়েকবার আমাদের কাছে ওঁর দুশ্চিন্তার কথাও বলেছিলেন । এরপর লকডাউনের মেয়াদ বৃদ্ধির ফলে একেবারেই হতাশ হয়ে পড়েন । ধীরে ধীরে শরীরও খারাপ হয় । সেই অসুস্থ শরীর নিয়ে জোর করে প্রতিদিন সাইকেল চালিয়ে রোদের মধ্যে সবজি বিক্রি করতেন । এরপর একদিন সকালে সবজি বিক্রি করতে যাওয়ার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ওলি । তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়না । মারা যান ওলি ।"

অশোকবাবু আক্ষেপ করে আরও বলেন যে, "পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে যারা, তারা চরম দুরবস্থায় রয়েছে । এই লকডাউনে সরকারের তরফে বেসরকারি বাসের যুক্ত চালক, কর্মী ও মালিকদের পাশে না দাঁড়ানোর কারণে ওলির মতো আরও যে কত তাজা প্রাণ অকালে ঝরে যাবে তা ঠিক নেই ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.