ETV Bharat / city

Animal Brutality: আলাদা হয়ে গেল পা-লেজ, খড়গপুরে পথকুকুরের শরীরে বাজি বেঁধে পৈশাচিক উল্লাস

author img

By

Published : Nov 6, 2021, 8:31 PM IST

9 detained in Kharagpur for tying Firecrackers in dogs body on diwali
পথকুকুরের শরীরে শব্দবাজি বেঁধে নৃশংস অত্যাচার

উৎসবের আবহে প্রতি বছরই পথকুকুরদের প্রতি নির্মম আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় উৎসবপ্রেমীদের । তা সত্ত্বেও অবলা প্রাণীর উপর এমন নৃশংস অত্যাচারে স্তম্ভিত পশুপ্রেমী তথা সমাজের বিভিন্ন মহলের মানুষ ।

খড়গপুর, 6 নভেম্বর: আদালতের নির্দেশ সত্ত্বেও দীপাবলিতে বাজির উৎপাত বন্ধ হয়নি । সেই নিয়ে সমালোচনার মধ্যেই এবার খড়গপুর শহর থেকে নির্মম ঘটনা সামনে এল । সেখানে একটি পথকুকুরের শরীরে শব্দবাজি বেঁধে পৈশাচিক উল্লাসে মেতে ওঠার অভিযোগ এক দল যুবকের বিরুদ্ধে । বাজি ফেটে ওই পথকুকুরটির একটি পা ও লেজ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে । ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তার গোটা শরীর । এই ঘটনায় 9 জনকে আটক করেছে পুলিশ ।

কালীপুজোর রাতে খড়গপুর শহরের খরিদার গুরুদ্বার সংলগ্ন এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই দেদার বাজি ফাটানো হচ্ছিল এলাকায় । সেই সময় একদল যুবক রাস্তায় শুয়ে থাকা একটি কুকুরের গায়ে শব্দবাজি বেঁধে দেন বলে অভিযোগ । স্থানীয়দের অভিযোগ, কুকুরটিকে ভয় পেতে দেখে পৈশাচিক উল্লাসে ফেটে পড়ছিল ওই যুবকের দল । কিন্তু কেউ এগিয়ে যাওয়ার আগেই তীব্র শব্দে বাজি ফাটতে থাকে । পরক্ষণেই রাস্তায় পড়ে কাতরাতে দেখা যায় পথকুকুরটিকে ।

আরও পড়ুন: Dilip Ghosh: টুইটে বিদ্ধ হয়ে তথাগতকে দল ছাড়ার ‘পরামর্শ’ দিলীপের

এমন পরিস্থিতিতে তড়িঘড়ি স্থানীয়রাই কুরুরটিকে ডাক্তারের কাছে নিয়ে ছোটেন । খবর দেওয়া হয় পুলিশকেও । নেটমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়তেই নিন্দায় সরব হয় পশুপ্রেমী তথা বিভিন্ন সারমেয় সংগঠন । তারপরই কড়া হাতে বিষয়টির তদন্তে নামে পুলিশ । এসডিপিও মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকারের নেতৃত্বে অভিযুক্ত 9 জনকে আটক করা হয়েছে এখনও পর্যন্ত । খড়গপুর শহরের পথ কুকুরদের একটি সংগঠন এবং কয়েকজন পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে আহত কুকুরটি । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে । এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । আর কে কে এই ঘটনার সঙ্গে জড়িত, খতিয়ে দেখা হচ্ছে তা-ও

আলাদা হয়ে গেল পা-লেজ, খড়গপুরে পথকুকুরের শরীরে বাজি বেঁধে পৈশাচিক উল্লাস

উৎসবের আবহে প্রতি বছরই পথকুকুরদের প্রতি নির্মম আচরণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয় উৎসবপ্রেমীদের । তা সত্ত্বেও অবলা প্রাণীর উপর এমন নৃশংস অত্যাচারে স্তম্ভিত পশুপ্রেমী তথা সমাজের বিভিন্ন মহলের মানুষ । নেটমাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সকলে ।

আরও পড়ুন: Joy Banerjee : প্রধানমন্ত্রীকে মেল পাঠিয়ে বিজেপি ছাড়ার পথে জয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.