ETV Bharat / city

বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে পাঁচলায় কর্মী বিক্ষোভ

author img

By

Published : Jul 15, 2021, 4:44 PM IST

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান কর্মীরা ৷
বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান কর্মীরা ৷

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখালেন কর্মীরা ৷ এদিন পাঁচলায় তাঁদের কারখানার সামনে টাটা মোটরসের এনডিয়ার ওয়্যারহাউসের কর্মীরা বিক্ষোভ দেখান ৷ বেতন বৃদ্ধির দাবির পাশাপাশি তাঁরা ক্যাজুয়াল কর্মীদের স্থায়ীকরণ এবং কেটে নেওয়া বোনাসের টাকা ফেরতের দাবিও জানান ৷

হাওড়া, 15 জুলাই : ন্যূনতম বেতন 12 হাজার টাকা করতে হবে । এছাড়াও 2 মাসের কেটে নেওয়া বোনাস অবিলম্বে ফেরত দিতে হবে । পাশাপাশি দীর্ঘদিন ধরে যে সমস্ত ক্যাজুয়াল কর্মীরা কাজ করছেন তাঁদের অবিলম্বে স্থায়ী কর্মীর মর্যাদা দিতে হবে । মূলত এই তিনটি দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার হাওড়ার উলুবেড়িয়া মহকুমায় রাজাপুর থানার রঘুদেবপুর সেবাসদন এলাকায় টাটা মোটরসের এনডিয়ার ওয়্যারহাউসের কর্মীরা বিক্ষোভ দেখান কারখানার গেটের সামনে । তাঁরা জানান, কর্তৃপক্ষকে তাঁদের দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা ৷ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ । আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিক্ষোভ তুলে নিতে অনুরোধ করে । কিন্তু সে কথায় কান না দিয়ে বিক্ষোভ চালিয়ে যান কর্মীরা ।

সৌরভ দাস জানান, গত দশ বছর ধরে তাঁরা এই ওয়্যারহাউসে কাজ করছেন । যেভাবে মূল্যবৃদ্ধি ঘটেছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের বেতন বাড়েনি ৷ তাঁরা বিষয়টি নিয়ে কিছুদিন আগেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলেন । কর্তৃপক্ষের তরফে প্রতিশ্রুতি দিলেও সেই মতো পদক্ষেপ কিছুই করা হয়নি ৷ পাশাপাশি ক্যাজুয়াল কর্মীদের অবিলম্বে স্থায়ী করার দাবিও জানিয়েছেন তাঁরা ৷

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান কর্মীরা ৷

তাঁর আরও অভিযোগ, টাটা মোটরস থেকে 90 দিনের টাকা দেওয়ার কথা ঘোষণা করলেও মাত্র 44 দিনের টাকা তাঁদের দেওয়া হয়েছে । উপরন্তু দু'মাসের বোনাসের টাকাও কেটে নেওয়া হয়েছে । এই সমস্ত কিছুর প্রতিবাদ জানাতেই তাঁরা বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন । কর্তৃপক্ষ দাবি না মানা অবধি তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়েছেন ৷

আরও পড়ুন : যুবকের মৃতদেহ উদ্ধারে উত্তেজনা পাঁচলা থানায়, রাজ্য সড়ক অবরোধ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.