Howrah Vishwakarma Puja 2022: কমেছে জৌলুস, বিশ্বকর্মা পুজোয় স্মৃতিই সম্বল হাওড়ার

author img

By

Published : Sep 17, 2022, 8:48 AM IST

Updated : Sep 17, 2022, 1:37 PM IST

Howrah Biswakarma Puja

শিল্পের শহর হাওড়া । হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ায় একসময় শিল্প-বাণিজ্য সমৃদ্ধ হাওড়া তকমা পেয়েছিল এশিয়ার শেফিল্ড নামে। যদিও এখন অনেকটাই কমেছে সেই জৌলুস (Vishwakarma Puja 2022) ৷

হাওড়া, 17 সেপ্টেম্বর: সরকারি নীতি ও উদাসীনতায় এককালের শেফিল্ড নগরী হাওড়া আজ কর্মহীন ৷ কমেছে শিল্পের সংখ্যাও । এক সময়ে সাড়ম্বরে পালিত হওয়া বিশ্বকর্মা পুজোর চিত্রে যেন অতীত (Vishwakarma Puja 2022) ৷ অধিকাংশ কারখানা প্রতিমার বদলে খরচ বাঁচাতে ঘটেই পুজো করছে ৷ স্বভাবতই সঙ্কটে হাওড়ার পটুয়া পাড়া ৷

মন্দা যেন হাওড়া শিল্পাঞ্চলের নিত্যসঙ্গী (Howrah Industrial Area)৷ তার প্রভাব পড়েছে বিশ্বকর্মা পুজোতেও (Vishwakarma Puja) । মূর্তির পরিবর্তে অধিকাংশ কারখানা এখন ঘট পুজোর দিকে ঝঁকেছে ৷ অন্য বছরের তুলনায় এবারে অর্ডারের সংখ্যা অনেকটাই কম। বিভিন্ন ছোট কারখানার মালিকেরা জানাচ্ছেন, করোনা আবহে কার্যত লকডাউনের জেরে এই বছর ছোট করেই বিশ্বকর্মা পুজো করা হবে। প্রতিমা শিল্পীদের বক্তব্য, ঠিক মতো কারখানা চলছে না। এবছর তাই প্রতিমার চাহিদা কমেছে। বেশিরভাগ জায়গায় কারখানা মালিকেরা ঘট পুজো করার কথা ভেবেছেন। গত বছর থেকে করোনা এবং লকডাউনের জেরে লোকাল ট্রেন চলাচল প্রায় বন্ধ। তার ফলে গ্রামের দিক থেকে শ্রমিক আসা কমে গেছে। ফলে কাটছাঁট করতে হয়েছে পুজোর বাজেটে।

বিশ্বকর্মা পুজোয় স্মৃতিই সম্বল হাওড়ার

আরও পড়ুন: শিব মন্দিরের এবারের থিম 'বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর'

এদিকে শিল্পের এই মন্দার প্রভাব পড়েছে মৃৎশিল্পেও। হাওড়ার প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন, 'এবারে অনেক কম সংখ্যক বিশ্বকর্মা প্রতিমা তৈরির অর্ডার পেয়েছি। তাও সাইজে আবার ছোট। কাঁচামালের দাম বাড়লেও প্রতিমার দাম বাড়াতে পারছি না।' এমন অবস্থায় বেশ সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। হাওড়ায় ৬ নম্বর জাতীয় সড়ক থেকে বালি ব্রিজ, বেলিলিয়াস রোড থেকে বেলগাছিয়া জুড়ে রয়েছে 60-70 হাজার ছোট ছোট কলকারখানা। এক সময়ের ‘শেফিল্ড’ শিল্পনগরী হাওড়ার কারখানাগুলি চলত মূলত রেলের যন্ত্রাংশ, সেতু তৈরির উপকরণ, খনির যন্ত্রাংশ সরবরাহ করে।
হাওড়া জেলার শিল্পের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে মধ্য হাওড়ার বাসিন্দা শিল্পপতি সন্দীপ ঘোষ জানান, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তিগত আধুনিককরণের পথে হাঁটেনি অধিকাংশ শিল্পগুলো। যার পরিণতিতে অন্যান্য নতুন প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে এঁটে উঠতে পারেনি এই শিল্প কারখানাগুলো। যদিও তিনি দাবি করেন ছয়ের দশকের পর থেকেই হাওড়ার শিল্প নগরীর অবক্ষয় চালু হয়। সাতের দশকে থেকে পরিস্থিতির আরও অবনতি হতে থাকে । ইদানিং তা তলানিতে এসে ঠেকেছে। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী ২৫ বছরের মধ্যে হাওড়া শিল্প নগরী মৃত শিল্প নগরীতে রূপান্তরিত হবে বলেই দাবি করেন তিনি।

আরও পড়ুন: পুজোর চার দিন মেট্রো চলবে ভোর চারটে পর্যন্ত
পাশাপাশি হাওড়া চেম্বার অব কমার্সের আহ্বায়ক সঞ্জয় উপধ্যায়ের বক্তব্য বর্তমানে হাওড়ায় যে পরিমাণে দক্ষ কারিগর পাওয়া যায়, তা ভারতের অন্য কোথাও আর পাওয়া যায় না । একটা সময় লাগাতার ধর্মঘট ও হরতালের জন্য ধীরে ধীরে শিল্প হাওড়া থেকে মুখ ফিরিয়ে নিলেও বর্তমান সরকারের শিল্পনীতি ফলে পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে । তবে শিল্পের অগ্রসরে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিলেও, বাস্তবে অনেকটাই খামতি থেকে যাচ্ছে ।

Last Updated :Sep 17, 2022, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.