ETV Bharat / city

বি-গার্ডেনে মাছের মড়ক

author img

By

Published : Sep 1, 2019, 5:52 PM IST

শিবপুর বোটানিক্যাল গার্ডেনে মাছের মড়ক ৷ লেকের জলে দূষণের কারণে শ'য়ে শ'য়ে মাছ মারা যাচ্ছে অভিযোগ প্রাতঃভ্রমণকারীদের ৷ গার্ডেন কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ি করলেন তাঁরা ৷

মরা মাছ

শিবপুর, 1 সেপ্টেম্বর: শিবপুর বোটানিক্যাল গার্ডেনে মাছের মড়ক ৷ গার্ডেনের 1 নম্বর গেট সংলগ্ন লেরাম লেকে ভেসে উঠল মরা মাছ ৷ আজ ভোরে প্রাতঃভ্রমণে গিয়ে স্থানীয়দের নজরে আসে বিষয়টি ৷ গার্ডেন কর্তৃপক্ষকে জানিয়েছেন তাঁরা ৷

তাপস দাস নামে এক প্রাতঃভ্রমণকারী বলেন, "গেটে ঢুকতেই দুর্গন্ধ পাই ৷ লেরাম লেকের কাছে গিয়ে দেখি প্রায় কয়েকশো মাছ মরে পড়ে আছে ৷ সঙ্গে সঙ্গে সিকিউরিটিকে জানানো হয় ৷" তাঁর অভিযোগ, 24 টি লেকেই কচুরিপানা ভরতি হয়ে রয়েছে ৷ যার জন্য জলে অক্সিজেনের অভাব হচ্ছে ৷ দূষণ ছড়াচ্ছে ৷ ফলে মাছ মারা যাচ্ছে ৷ গত পরশুদিনও তিনি গার্ডেনের জয়েন্ট ডিরেক্টরকে রিপোর্ট করেছিলেন ৷ কিন্তু কোনও পদক্ষেপ করা হয়নি ৷

death of fishes in Botanical garden in Shibpur due to water polution in lakes, Howrah
লেক পরিষ্কারের কাজ চলছে

খবর পাওয়ার পর আজ সকাল থেকে লেক পরিষ্কারের কাজ শুরু করেছে বাগান কর্তৃপক্ষ ৷ মরা মাছ তোলা হচ্ছে ৷ কিন্তু মাছগুলিকে লেকের পাশেই কচুরিপানা ও অন্যান্য আগাছা দিয়ে চাপা দিয়ে রেখেছে ৷ কিন্তু তাতে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায় ৷ তাপসবাবু বলেন, "আমি বললাম মাছগুলিকে মাটিতে পুঁতে দিতে ৷ তাহলে দুর্গন্ধ ছড়ানো বন্ধ হবে ৷ "

ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন অন্যান্য প্রাতঃভ্রমণকারীরা ৷ অভিযোগ, বার বার একই ঘটনা ঘটছে ৷ কিন্তু কর্তৃপক্ষ নির্বিকার । নিয়মিত ঝিল সংস্কারের কাজ হয় না ৷ ফলে কচুরিপানা ও জঞ্জালে সব ক'টি ঝিল ভরে গেছে ৷ যদিও এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে ৷

Intro:বি গার্ডেনে ফের মাছের মড়ক।
ফের শিবপুর আচার্য জগদীশ চন্দ্র বসু বোট্যানিক্যাল গার্ডেনে মাছের মড়ক। গার্ডেনের এক নম্বর গেট সংলগ্ন লেরামে ভেসে উঠল শ'য়ে শ'য়ে মরা মাছ। আজ ভোরের ঘটনা। জানা গিয়েছে, নিত্যদিনের মত আজ ভোরে বোট্যানিক্যাল গার্ডেনে প্রাতঃভ্রমনে গিয়ে এই দৃশ্য প্রথম স্থানীয় কিছু প্রাতঃভ্রমনকারীদের চোখে পড়ে। সঙ্গে সঙ্গে তারা এবিষয়টি জানান গার্ডেন কর্তৃপক্ষকে। এরপর কর্তৃপক্ষের তরফে লোক পাঠিয়ে ওই ঝিল থেকে মরা মাছগুলো তুলে মাটিতে পুঁতে দেওয়া হয়। প্রাতঃ ভ্রমণকারীদের আরো অভিযোগ ২৪ টি পুকুরে যেভাবে কচুরিপানাতে ভরে আছে। তার জন্যই মাছ গুলো লেকের জলে বেঁচে থাকার জন্য প্রযোজনীয় অক্সিজেন পাচ্ছে না এবং জল দূষিত হচ্ছে। এই কারণেই এই ম্যাচের মড়ক অমাছ মারা যাচ্ছে। কর্তৃপক্ষ কে ঘটনার দুদিন আগে অভিযোগ জানানো হয় এই বিষয়ে কিন্তু তারা কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া নি। আজ যখন সকাল থেকে তীব্র পচা গন্ধ বেরোতে শুরু করে ও শয়ে শয়ে যখন মাছ মারা গেছে তখন কর্তৃপক্ষের থেকে জানানো হয় তারা ঝিলের কচুরিপানা পরিষ্কারের কাজে হাত দিয়েছেন। প্রাতঃভ্রমণকারীতাদের আরো অভিযোগ কর্তৃপক্ষ মাছ গুলোকে ওই কচুরিপানা দিয়ে ঢেকে রেখেছেন, বরং মরা মাছ গুলোকে অবিলম্বে মাটিতে পুঁতে দেওয়া হোক যাতে এই তীব্র পচা দুর্গন্ধ ছড়ানো বন্ধ হয়। তাদের দাবি হাওড়া জেলায় এই স্থানটি ফুসফুসের কাজ করে।মানুষ এখানে অক্সিজেন নিতে আসেন। সেখানে প্রতিবারে এই ঘটনায় তারা কর্তৃপক্ষের আচরণ নিয়ে শঙ্কিত। তারা চাইছেন যে এই রিসার্চ গার্ডেনটি তে রিসার্চের কাজের মাধ্যমে বৈজ্ঞানিক ভাবে এর রক্ষনাবেক্ষন হোক। অন্যদিকে, ফের এই মাছের মড়কে ক্ষোভে ফেটে পড়েন প্রাতঃভ্রমনকারীরা। তাদের অভিযোগ, বার বার একই ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ নির্বিকার। তাদের দাবি, শখানেক রুই, কাতলা, মৃগেলের মত মাছের মৃত্যু হয়েছে আজও। এই ঘটনার জন্য গার্ডেনের জল দূষণকেই কাঠগড়ায় তুলছেন তারা। দিনের পর দিন মাছের মড়ক হবার পরও ঝিল সংস্কার হয়না। কচুরিপানা ও জঞ্জালে সব কটি ঝিল ভরে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। তাদের দাবি অবিলম্বে কর্তৃপক্ষ সঠিক ভাবে তদারকির বন্দোবস্ত করুক যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয়।Body:GConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.