ETV Bharat / city

বন্ধ ডায়ালিসিস ইউনিট, বিপাকে রোগীরা

author img

By

Published : Feb 6, 2020, 10:56 PM IST

দীর্ঘদিন ধরে ডায়ালিসিস ইউনিট বন্ধ দুর্গাপুর মহকুমা হাসপাতালে । বাইরে থেকে বেশি টাকা দিয়ে ডায়ালিসিস করাতে হচ্ছে রোগীদের । রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে এই মূল্যবান যন্ত্রপাতি ।

dialisis unit stopped at govt hospital
বন্ধ ডায়ালিসিস ইউনিট, বিপাকে রোগীরা

দুর্গাপুর, 6 ফেব্রুয়ারি : দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট বন্ধ দীর্ঘদিন ধরে । প্রচুর অর্থ ব্যয় করে বাইরে থেকে ডায়ালিসিস করাতে হচ্ছে রোগীদের । হাসপাতালের সুপার জানালেন, স্বাস্থ্য দপ্তরের ছাড়পত্র না মেলায় কোনও বেসরকারি সংস্থাকে দিয়ে এই ডায়ালিসিস ইউনিট চালানোও যাচ্ছে না । দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে এই মূল্যবান যন্ত্রপাতি । কবে চালু হবে এই ডায়ালিসিস ইউনিট? উত্তর নেই কারও কাছেই ।

2016 সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৎকালীন তৃণমূল বিধায়ক তহবিলের অর্থ সাহায্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট তৈরি হয় । প্রথমদিকে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই ডায়ালিসিস ইউনিট সাত-আট মাস চলে । কিন্তু এইভাবে বেসরকারি সংস্থাকে দিয়ে হাসপাতালে কোনও ইউনিট চালাতে হলে নিয়মানুযায়ী স্বাস্থ্য দপ্তরের ছাড়পত্র লাগে । সেই ছাড়পত্র না নিয়েই ডায়ালিসিস ইউনিট চালু হয়ে যায় । যার ফলে পরে আবার তা বন্ধ হয়ে যায় । তারপর থেকে প্রায় দীর্ঘ দু'বছর পেরিয়ে গেলেও এই ডায়ালিসিস ইউনিট আর চালু হয়নি ।

ডায়ালিসিস ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে রোগীরা । প্রচুর অর্থ ব্যয় করে বাইরে বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডায়ালিসিস করাতে হচ্ছে তাঁদের । অথচ সরকারি হাসপাতালে পরে থেকে নষ্ট হচ্ছে ডায়ালিসিসের অত্যাধুনিক ও দামি যন্ত্রপাতি ।

এক রোগীর আত্মীয় বলেন, ডায়ালিসিস ইউনিট বন্ধ পরে থাকায় তাঁদের দুর্দশার কথা । ডায়ালিসিস ইউনিটের ঘরের দরজায় আবর্জনা রাখা । দরজার কাচও ভাঙা ঘরটির । ধুলো পরে গেছে দামি যন্ত্রপাতিতে । হাসপাতালের সুপার দেবব্রত দাস বলেন, "এই ডায়ালিসিস ইউনিট বেসরকারি সংস্থা দিয়ে চালাতে স্বাস্থ্য ভবন থেকে ছাড়পত্র লাগে । তা পাওয়া যায়নি । আমরা জানিয়েছি অনেকবার ।"

যে হাসপাতালের উপর নির্ভরশীল প্রায় 10 লাখ মানুষ কেন স্বাস্থ্যভবন সব থাকতেও সেই হাসপাতালে ডায়ালিসিস ইউনিটি চালানোর অনুমোদন দিচ্ছে না তা নিয়েই উঠছে প্রশ্ন ।

Intro:দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট বন্ধ ""ভুতুড়ে কারনে""।অসহায় দীন-দরিদ্র রোগীদের বাইরে প্রচুর অর্থ ব্যয় করে বাইরে থেকে ডায়ালিসিস করতে হচ্ছে।হাসপাতালের সুপার জানালেন স্বাস্থ্য দপ্তরের ছাড়পত্র মেলেনি না কোনও বেসরকারি সংস্থাকে দিয়ে এই ডায়ালিসিস ইউনিট চালানোর জন্য।অন্যদিকে দীর্ঘদিন ধরে এই মুল্যবান যন্ত্রপাতি রক্ষনাবেক্ষনের অভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে।কবে চালু হবে এই ডায়ালিসিস ইউনিট?উত্তর কারো কাছেই নেই।।

২০১৬ সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ততকালীন দুর্গাপুর পুর্ব কেন্দ্রের টিএমসি বিধায়ক প্রয়াত ডাঃ নিখিল ব্যানার্জ্জীর বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বহু প্রত্যাশার ডায়ালিসিস ইউনিট তৈরি হয়।প্রথমদিকে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই ডায়ালিসিস ইউনিট সাত-আট মাস চালু হয়।কিন্তু নিয়মানুযায়ী এইভাবে বেসরকারি সংস্থাকে দিয়ে হাসপাতালে কোনও ইউনিট চালাতে হলে স্বাস্থ্য দপ্তরের ছাড়পত্র লাগে।সেই ছাড়পত্র না নিয়েই ডায়ালিসিস ইউনিট চালু হয়ে যায়।পরে আবার বন্ধ হয়ে যায়।তারপর থেকে দীর্ঘ প্রায় দু-বছর পার হয়ে গেলেও এই ডায়ালিসিস ইউনিট আর চালু হয়নি।বিপাকে রোগীরা। রাশি রাশি অর্থ ব্যয় করে তাদেরকে বাইরে বেসরকারি প্রতিষ্ঠান থেকে ডায়ালিসিস করাতে হচ্ছে।অথচ সরকারি হাসপাতালে পড়ে পড়ে নষ্ট হচ্ছে অত্যাধুনিক দামী দামী যন্ত্র।অবজ্ঞা,অবহেলার সাথে একটি ঘরে পড়ে আছে এই সব যন্ত্র।এক রোগীর আত্নীয় জানালেন ডায়ালিসিস ইউনিট বন্ধ পড়ে থাকায় তাদের দুর্দশার কথা।ডায়ালিসিস ইউনিটের ঘরের দরজায় আবর্জ্জনা রাখা।এই ঘরের দরজার কাঁচ ও ভাঙা।ধুলোতে ভরে গেছে দামী দামী যন্ত্রপাতি। সুত্রের খবর এই যন্ত্রগুলি দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারনে এগুলি নতুন করে চালু করতে গেলেও তা ব্যায় সাপেক্ষ। হাসপাতালের সুপার ডাঃ দেবব্রত দাস জানানেল, "" এই ডায়ালিসিস ইউনিট বেসরকারি সংস্থা দিয়ে চালাতে স্বাস্থ্য ভবন থেকে ছাড়পত্র লাগে।তা পাওয়া যায়নি।আমরা জানিয়েছি অনেকবার।"" যে হাসপাতালের ওপর নির্ভরশীল প্রায় ১০ লক্ষ মানুষ কেনও স্বাস্থ্যভবন সেই হাসপাতালে সব থাকতেও ডায়ালিসিস ইউনিটি চালাবার অনুমোদন দিচ্ছে না কেনও?প্রশ্ন জানা সবার কিন্তু উত্তর কে দেবেন?Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.