ETV Bharat / city

Surjya Kanta Mishra : মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পায় সেটা দেখার দায়িত্ব সরকারের : সূর্যকান্ত

author img

By

Published : Aug 23, 2021, 8:13 AM IST

সূর্যকান্ত মিশ্র
সূর্যকান্ত মিশ্র

প্রতিটি জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প ৷ চলছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপ ৷ করোনা বিধি উপেক্ষা করে হচ্ছে ভিড় ৷ সবটা নিয়ে কী বললেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ?

বর্ধমান, 23 অগস্ট : মানুষ তাঁর হক পাওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়াচ্ছেন ৷ তাই দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যাদের পাওয়া দরকার তাঁরা যেন সেটা পায় তা দেখার দায়িত্ব সরকারের । বললেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ৷ রবিবার সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রসঙ্গে এমনটাই জানান তিনি ৷

রাজ্যের অন্যান্য জেলার মতো পূর্ব বর্ধমানেও চলছে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপ । এই প্রকল্পের সুবিধা পেতে সরকারি ক্যাম্পগুলিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে । এদিন সিপিআইএম নেতা বলেন, "ওই প্রকল্পের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল, তার থেকে বেশি অর্থ লাগবে বলে জানতে পেরেছি । এখন সেটা অর্থ দফতরের বিবেচনাধীন । মানুষ ভিড় করছেন তাদের যা পাওনা সেটা পাওয়ার জন্য ৷"

লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র

দিন দুয়েক আগে বর্ধমানের টাউন হলে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে এক বয়স্ক মহিলাকে মারধর করার অভিযোগ ওঠে । এছাড়া লাইনে দাঁড়ানোর সময় করোনা বিধি মানা হচ্ছে না বলেও জানান গ্রাহকরা ৷ করোনা পরিস্থিতিতে এরকম ভিড়ের প্রসঙ্গে সূর্যবাবু জানান, সরকারি প্রকল্পে টিকা নেওয়ার জন্যই হোক আর অন্য কিছুর জন্যই হোক, একটা সুনির্দিষ্ট নিয়ম থাকা দরকার । যাতে কোভিড বিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বডায় রেখে মানুষ দাঁড়াতে পারে । অনেকে তিন চারদিন ধরে লাইনে দাঁড়িয়ে পাচ্ছেন না । কেন পাচ্ছেন না সেই বিষয়টিও সরকারের দেখা উচিত ৷

অন্যদিকে প্রাক্তন সিপিআইএম নেতা আইনুল হকের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া এবং বর্ধমান পৌরসভায় সহ-প্রশাসকের পদে বসা নিয়ে তৃণমূলের অন্দরেই চলছে টানাপোড়েন ৷ এই বিষয়টি নিয়ে বর্ধমান শহর জুড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, "ওটা তৃণমূল কংগ্রেসের দলীয় ব্যাপার । তাই সেটা ওরা বুঝবে । আর ওই রকম নেতারা তৃণমূলেই যান ।"

আরও পড়ুন : Lakshmir Bhandar Scheme : মেদিনীপুরে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ করে দিল সিপিএম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.