Saigal Hossain: জামিনের আবেদন খারিজ, ফের 14 দিনের জেল হেফাজতে সায়গল

author img

By

Published : Sep 15, 2022, 7:51 PM IST

Special CBI Court sends Saigal Hossain for 14 Days jail Custody in Cattle Smuggling Case

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) ধৃত সায়গল হোসেনের (Saigal Hossain) জামিনের আবেদন ফের খারিজ হয়ে গেল ৷ বৃহস্পতিবার তাঁকে আবার একবার 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে (14 Days Jail Custody) পাঠানোর নির্দেশ দেয় আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) ৷

আসানসোল, 15 সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) জামিনের আবেদন ফের খারিজ করে দিল আদালত ৷ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) পেশ করা হয় সায়গলকে ৷ তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা ৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷ বদলে আরও 14 দিনের জন্য সায়গলকে বিচার বিভাগীয় হেফাজতে (14 Days Jail Custody) পাঠান তিনি ৷ আগামী 29 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত 1 সেপ্টেম্বর সায়গল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল ৷ কিন্তু সেদিন এক আইনজীবীর মৃত্যু হওয়ায় শুনানি বাতিল হয়ে যায় ৷ বদলে 15 সেপ্টেম্বর পর্যন্ত সায়গলকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেওয়া হয় ৷ বৃহস্পতিবার ছিল সেই হেফাজতের শেষ দিন ৷ তাই নিয়ম মাফিক এদিন তাঁকে ফের আদালতে পেশ করা হয় ৷

সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ ৷

আরও পড়ুন: অনুব্রতর দেহরক্ষীর সম্পদে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের! ডায়েরিতে মিলল প্রভাবশালীদের নাম

সায়গল হোসেলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা এদিন বলেন, "আজ আমরা সায়গল হোসেনের জামিনের আবেদন করেছিলাম ৷ আমাদের বক্তব্য হল, ইতিমধ্য়েই এই মামলার চার্জশিট হয়ে গিয়েছে ৷ চার্জশিট হয়ে যাওয়ার পর একজন মানুষকে এভাবে বিচারাধীন অবস্থায় বন্দি করে রাখার কোনও মানে হয় না ৷ কারণ, তাঁর বিচার প্রক্রিয়াই শুরু হচ্ছে না ৷ আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে, যাতে ওঁকেও চার্জশিটের প্রতিলিপি দেওয়া হয় ৷ এরপর সিবিআই চার্জশিটের একটা অংশ দিয়েছে ৷ বাকি অংশ পরে দেওয়া হবে বলে জানিয়েছে তারা ৷"

প্রসঙ্গত, গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সায়গল হোসেন প্রায় 100 দিন ধরে বন্দি রয়েছেন ৷ তাঁর আইনজীবীর যুক্তি, এভাবে বিচার প্রক্রিয়া শুরু না করে একজন মানুষকে মাসের পর মাস আটকে রাখা যায় না ৷ তাই যে কোনও শর্তে সায়গল হোসেনের জামিনের আবেদন করেন তিনি ৷ কিন্তু, বিচারক সেই আবেদন খারিজ করে দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.