ETV Bharat / city

অন্ধকার থেকে আলোর দিশা দেখাচ্ছে আসানসোল ব্রেইল একাডেমি

author img

By

Published : Jan 5, 2020, 2:39 PM IST

asansol-braille-academy
অন্ধকার থেকে আলোর পথ দেখাচ্ছে

2004 সালে শুরু হয় আসানসোল ব্রেইল অ্যাকাডেমির পথচলা । তখন মাত্র 4 জন আবাসিক ছাত্রকে নিয়ে এই স্কুল শুরু হয়েছিল । বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা পৌঁছেছে প্রায় 40-এ ।

আসানসোল, 5 ডিসেম্বর : দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের আলোর পথ দেখাচ্ছে আসানসোল ব্রেইল অ্যাকাডেমি । আসানসোলের সেনরেলে রোডে অবস্থিত এই স্কুলটি দীর্ঘদিন ধরেই দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের আশ্রয় হয়ে উঠেছে । এই স্কুলে পঠন-পাঠন ছাড়াও সংগীত, শরীরচর্চা নানা রকম খেলা এবং ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা আগামীর পথ খুঁজে পাচ্ছে । স্কুলের এই সদর্থক উদ্যোগ দেখে প্রচুর শুভানুধ্যায়ী মানুষ স্কুলের পাশে এসে দাঁড়িয়েছেন ।

2004 সালে শুরু হয় আসানসোল ব্রেইল একাডেমির পথচলা । তখন মাত্র 4জন আবাসিক ছাত্রকে নিয়ে এই স্কুল শুরু হয়েছিল । বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা পৌঁছেছে প্রায় 40-এ । সকলে স্কুলেই থাকে । ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন, পরিচর্যা এবং অন্যান্য বিষয়ে পারদর্শী করার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও স্কুলেই থাকেন । ভিন জেলা-শহর থেকে আসা শিক্ষক-শিক্ষিকারা স্বেচ্ছাশ্রম এবং ভালোবেসেই দৃষ্টিহীন পড়য়াদের পাশে আছেন । তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ।

asansol-braille-academy
অন্ধের যষ্ঠী আসানসোল ব্রেইল একাডেমি

পড়াশুনা ছাড়া বিশেষ পদ্ধতির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নানা বিষয়ে পারদর্শী করে তোলা হয় । তারা দৃষ্টিহীন হয়েও বিশেষ অ্যাপ্সের মাধ্যমে ফোন, খেলাধুলা করতে পারে । এমনকী ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে এখানকার ছাত্র-ছাত্রীরা মোমবাতি তৈরির প্রশিক্ষণ পেয়েছে । এছাড়া সংগীত ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোতে পারদর্শী হয়ে উঠেছে তারা ।

আসানসোল ব্রেইল একাডেমি

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় স্কুল স্তরে অনূর্ধ্ব 10 দাবা প্রতিযোগিতায় ব্রেইল একাডেমির ছাত্র দীনবন্ধু মন্ডল ব্রোঞ্জ জিতে এসেছে । এছাড়াও প্রাক্তন ছাত্র অমিত যাদব আন্তজার্তিক জুডো প্রতিযোগিতায় সোনা জিতেছিলেন ।

Intro:দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের যেন আলোর পথ দেখাচ্ছে আসানসোল ব্রেইল একাডেমি। আসানসোলের সেনরেলে রোডে অবস্থিত এই স্কুলটি দীর্ঘদিন ধরেই দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের আশ্রয় হয়ে উঠেছে এই স্কুলে পঠন-পাঠন ছাড়াও সংগীত, শরীরচর্চা নানান রকম খেলা এবং ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে ছাত্রছাত্রীরা আগামীর পথ খুঁজে পাচ্ছে। স্কুলের এই শুভ উদ্যোগ দেখে প্রচুর শুভানুধ্যায়ী মানুষ স্কুলের পাশে এসে দাঁড়িয়েছেন।


Body:২০০৪ সালে শুরু হয় আসানসোল ব্রেইল একাডেমির পথচলা। তখন মাত্র চারজন আবাসিক ছাত্রকে নিয়ে এই স্কুল শুরু হয়েছিল। বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪০ জন। তারা স্কুলেই থাকে। ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন, পরিচর্যা এবং অন্যান্য নানান বিষয়ে পারদর্শী করার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষকরা স্কুলেই থাকেন। ভিন জেলা, ভিন্ন শহর থেকে আসা শিক্ষক-শিক্ষিকারা স্বেচ্ছাশ্রম এবং ভালোবেসেই ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম করে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের পাশে আছেন।
শুধু পড়ানো নয় বিশেষ পদ্ধতির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নানা বিষয়ে পারদর্শী করে তোলা হয়। তারা দৃষ্টিহীন হয়েও বিশেষ aps এর মাধ্যমে ফোন করতে পারে, নানারকম খেলাধুলা করতে পারে, ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে এখানকার ছাত্র-ছাত্রীরা মোমবাতি তৈরির প্রশিক্ষণ পেয়েছে। এছাড়াও সংগীত ও বিভিন্ন যন্ত্র বাজানোতে পারদর্শী ব্রেইল একাডেমির ছাত্রছাত্রীরা।
সম্প্রতি ন্যাশনাল স্কুল লেভেল অনুর্ধ ১০ দাবা প্রতিযোগিতায় ব্রেইল একাডেমীর ছাত্র দীনবন্ধু মন্ডল ব্রোঞ্জ জিতে এসেছে। এছাড়াও প্রাক্তন ছাত্র অমিত যাদব আন্তজার্তিক জুডো প্রতিযোগিতায় সোনা জিতেছিল। এরকম ভূরি ভূরি উদাহরণ আছে।
প্রচন্ড পরিশ্রম ও ভালোবাসায় এখানকার শিক্ষক-শিক্ষিকারা এবং পরিচালক বৃন্দ আরো এগিয়ে যেতে চাইছে আসানসোল ব্রেইল একাডেমিকে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.