ETV Bharat / city

New weapon Aries invented: যুদ্ধের আবহে অত্যাধুনিক অস্ত্রের মডেল বানিয়ে চমক আসানসোলের ছাত্রদের

author img

By

Published : Mar 1, 2022, 8:42 PM IST

asansol-engineering-college-students-invent-new-weapon-aries-amid-russia-ukraine-war
থাম্বনেইল

যুদ্ধ পরিস্থিতিতে অত্যাধুনিক অস্ত্রের মডেল বানিয়ে চমকে দিলেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা (New weapon Aries invented)৷

আসানসোল, 1 মার্চ: একদিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ (Russia Ukraine war)। বিশ্বজুড়েই যুদ্ধের পরিস্থিতি । ঠিক সেই সময়েই আসানসোল (Asansol news) ইঞ্জিনিয়ারিং কলেজের 6 পড়ুয়া একটি অত্যাধুনিক অস্ত্রের মডেল (New weapon Aries invented) বানিয়ে চমকে দিয়েছেন । ইতিমধ্যেই এই অস্ত্রের মডেল পুরস্কৃত হয়েছে (Asansol Engineering College students invent new weapon) বিভিন্ন প্রতিযোগিতায় । আগামী কয়েকদিন কলকাতা বইমেলায় এই মডেল প্রদর্শিত হবে । আগামী দিনে দেশের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট কর্পোরেশনকেও এই মডেল পাঠানো হবে বলে জানিয়েছেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতীম ভট্টাচার্য ।

রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দেখা যাচ্ছে ইউক্রেনের নামী মডেল থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট লোকেরা অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন । আর সেই ঘটনাই দাগ ফেলেছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের মনে । কলেজের ইলেকট্রনিক্স ও কমিউনেকশন বিভাগের প্রথম বর্ষের ছাত্র শুভ কুমারের মস্তিস্ক প্রসূত এই মডেল । তার সঙ্গে সহযোগিতা করেছেন ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন এবং আইটি বিভাগের প্রথম বর্ষের আরও 5 ছাত্র রৌণক কয়াল, সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায়, সৌরভ কুমার সিং, ঋষু কুমার সাউ ও প্রতাপ কুমার বাউরি । কলেজের হার্ডওয়্যার ক্লাবের ফ্যাকাল্টি কোঅর্ডিনেটর সৌমেন সেনের তত্বাবধানে মাত্র 5 দিনে ছাত্ররা বানিয়ে ফেলেছেন এই অত্যাধুনিক অস্ত্রের মডেল । গ্রিসের যুদ্ধ দেবতা এরিসের (ARIES) নামেই এই মডেলের নাম দেওয়া হয়েছে ।

যুদ্ধের আবহে অত্যাধুনিক অস্ত্রের মডেল বানিয়ে চমক আসানসোলের ছাত্রদের

আরও পড়ুন: Students Left Kyiv by Train : দূতাবাসের কাছেই আশ্রয় নেওয়া 400 ভারতীয় ছাত্র ট্রেনে চড়ে ছাড়লেন কিয়েভ

কী এই অস্ত্র ?

ছাত্র শুভ কুমার ও রৌণক কয়াল জানালেন, "এটা একটা উইপেন আর্মস ( Weapon Arms)। একজন মানুষ একাই এটা হাতে পরে যুদ্ধ করতে পারে । বহু অস্ত্র দিয়ে সজ্জিত এই অত্যাধুনিক মডেল । এর মধ্যে রয়েছে লাইট মেশিন গান । যাতে সেকেন্ডে 150টি গুলি বেরোতে পারে । রয়েছে ফেল্ম থ্রোয়ার । যা দিয়ে আগুন ছোড়া যেতে পারে । আছে অটোম্যাটিক লেজার গাইডেড স্মোক গ্রেনেড, গ্রেনেড লঞ্চার । এছাড়াও ধারালো কাটার, যা স্বয়ংক্রিয় ভাবে ঘুরবে, আছে ছুরিও । অন্যদিকে এই অস্ত্রে আছে শিল্ড বা গার্ড । শত্রুর বুলেট আটকাতে যা অপহরিহার্য ।"

এক কথায় কোনও একজন একাই এই অস্ত্র নিয়ে যুদ্ধ করতে নামলে শত্রুরা কুপোকাত হবেই বলে দাবি ছাত্রদের । কিন্তু ছাত্ররা অস্ত্র বানাবে কেন ? সমাজমনে তার কী প্রভাব পড়বে । সেই বিষয়ে ছাত্র সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায় জানান, 'যেভাবে মার্শাল ল চালু হয়েছে ইউক্রেনে, 18 থেকে 60 বছর বয়সি সবাইকে নামতে হয়েছে যুদ্ধে । আগামী দিনে দেশে এমন পরিস্থিতি তৈরি হলে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এই অস্ত্রের ভাবনা । প্রতিটি দেশবাসী এই অস্ত্র পেলে শত্রুদের সঙ্গে জোরদার মোকাবিলা করতে পারবে ৷"

আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতীম ভট্টাচার্য জানান, "এটা একটা রোবোটিক আর্মস । যা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ । আগামী দিনে দেশের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট কর্পোরেশনকেও বিষয়টি জানানো হবে । যদি যৌথ ভাবে কিছু করা যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.