Crime : আসানসোলে স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি, লুট 12 কেজি সোনা

author img

By

Published : Sep 12, 2021, 7:23 AM IST

আসানসোলে স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি

আসানসোলের হটন রোড বাজার এলাকায় বেসরকারি স্বর্ণঋণ সংস্থার কোর্ট মোড় শাখায় ফের ঘটল দুঃসাহসিক ডাকাতি ৷ খোয়া গিয়েছে 12 কেজি সোনা এবং 10 লক্ষ টাকা ৷ তদন্তে নেমেছে সিআইডি ৷ এর আগে এই শাখাতেই 2017 সালেও ডাকাতির ঘটনা ঘটে ৷

আসানসোল, 12 সেপ্টেম্বর : দিনেদুপুরে দুঃসাহসিক ডাকাতি ৷ ক্রেতা সেজে বেসরকারি স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি চালাল দুষ্কৃতীরা ৷ লুট করল 12 কেজি সোনা ও 10 লক্ষ টাকা ৷ আসানসোল দক্ষিণ থানার হটন রোড বাজার এলাকায় এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনার পরে বাংলা-ঝাড়খণ্ডের সমস্ত সীমান্ত ও জেলা সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে । তদন্ত শুরু করেছে সিআইডি ৷

শনিবার দুপুরে অন্যান্য দিনের মতোই খোলা ছিল আর্থিক ঋণ প্রদানকারী সংস্থার শাখাটি ৷ জমজমাট হটন রোড মোড়ে দিনেদুপুরে চার দুষ্কৃতী ক্রেতা সেজে ঢুকে পড়ে সংস্থার ওই শাখায় । কর্মীরা জানিয়েছেন, ঢুকেই তারা বন্দুক বের করে নিরাপত্তারক্ষীকে মারধর করে ৷ তারপরই সব কর্মীকে গান পয়েন্টে নিয়ে নেয় । তারপর ভল্টের চাবি ছিনিয়ে নিয়ে বিনা বাধায় প্রায় 20 মিনিট ধরে লুটপাট চালায় ৷

সংস্থার কর্মী সোনালী গুপ্ত বলেন, "চারজনের হাতেই বন্দুক ছিল । ওরা বলছিল আমাদের বাড়ি থেকে শুরু করে সবকিছু ওরা জানে । বেশ কয়েকদিন ধরে ফলো করছিল । আনুমানিক 10 লক্ষ টাকা নগদ ও 12 কেজি সোনা লুট করে নিয়ে গিয়েছে ৷" নিরাপত্তারক্ষী অনিল পান্ডে বলেন, "ওরা ঢুকেই আমাকে মারধর করে । বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে । তারপর ভিতরে ঢুকে সোনা-টাকা লুট করে পালায় ।"

2017 সালেও একই কায়দায় সংস্থার এই কোর্ট মোড় শাখাতেই দুঃসাহসিক ডাকাতি হয়েছিল । সেবার 8 থেকে 10 কোটি টাকার সোনা লুট করে পালিয়েছিল দুষ্কৃতীরা । সেবার অবশ্য শেষ রক্ষা হয়নি । ধরা পড়ে গিয়েছিল ৷ উদ্ধার হয়েছিল সোনাও । ফের একই কায়দায় ডাকাতি হল ।

ডাকাতির কিনারা করতে তদন্তে নেমেছে সিআইডির চার সদস্যের একটি দল

ঘটনার পরই তদন্তে নেমেছে সিআইডি । 4 সদস্যের দল আসে তদন্তে । সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে । অন্যদিকে বাংলা-ঝাড়খণ্ডের সব সীমান্ত সিল করে দেওয়া হয়েছে । সিল করা হয়েছে জেলার সীমাগুলিও ।

আরও পড়ুন : Durgapur Robbery: সিসিটিভিতে ধরা পড়ল অন্ডালের পেট্রল পাম্পে দুঃসাহসিক ডাকাতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.