Raju Sahani: 5 দিনের সিবিআই হেফাজতে চিটফান্ডকাণ্ডে ধৃত হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানি

author img

By

Published : Sep 3, 2022, 7:07 PM IST

Updated : Sep 3, 2022, 7:31 PM IST

Raju Sahani in CBI Custody

5 দিনের সিবিআই হেফাজত হল চিটফান্ডকাণ্ডে ধৃত হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানির (5 days cbi custody for Raju Sahani) ৷ শুক্রবার তাঁকে গ্রেফতার করে সিবিআই (CBI Arrests Halisahar Municipality Chairman Raju Sahani) ৷

আসানসোল, 3 সেপ্টেম্বর: চিটফান্ড মামলায় (Chit Fund Case) হালিশহর পৌরসভার (Halisahar Municipality) চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানিকে (Raju Sahani) শুক্রবার গ্রেফতার করেছিল সিবিআই (CBI) ৷ শনিবার তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন (5 days cbi custody for Raju Sahani) ৷

বর্ধমান সনমার্গ নামে একটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছিল 2014 সালে । প্রথমে সেই মামলার তদন্ত সিআইডি করলেও পরবর্তীকালে উচ্চ আদালতের নির্দেশে 2018 সাল থেকে এই মামলার তদন্ত সিবিআই করছে । ইতিমধ্যেই এই মামলায় বর্ধমান পৌরসভার প্রাক্তন প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই । বর্তমানে অবশ্য তিনি জামিনে মুক্ত রয়েছেন ।

আরও পড়ুন: চিটফান্ড মামলায় গ্রেফতার তৃণমূল নেতা, ফ্ল্যাটে উদ্ধার নগদ 80 লক্ষ ও আগ্নেয়াস্ত্র

5 দিনের সিবিআই হেফাজতে চিটফান্ডকাণ্ডে ধৃত হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানি

শুক্রবার হালিশহরের পৌরপ্রধান রাজু সাহানিকেও গ্রেফতার করে সিবিআই (Halisahar Municipality Chairman Raju Sahani)। তার কাছ থেকে 80 লক্ষ টাকা নগদ এবং একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে সিবিআই (CBI Arrests Halisahar Municipality Chairman Raju Sahani)। শনিবার রাজু সাহানিকে আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় । তাঁর বিরুদ্ধে অভিযোগ, বর্ধমান সনমার্গের কোনও কর্ণধারের কাছে তিনি টাকা নিয়েছিলেন । যদিও রাজু সাহানির আইনজীবী প্রদীপ কর কোর্টে দাবি করেন, রাজু সাহানির পরিচিত ছিলেন বর্ধমান সনমার্গের কোনও কর্ণধার এবং তাঁর কাছে ব্যবসার জন্য টাকা ধার করেছিল রাজু সাহানি । সেই টাকা পরবর্তীকালে ফেরতও দেয় রাজু । সেই কাগজপত্র সিবিআইকে দেওয়া হয়েছে বলে আদালতে জানিয়েছেন রাজুর আইনজাবী ৷ তাঁর আরও দাবি, যেহেতু রাজু সাহানি রাজনৈতিক ব্যক্তিত্ব । যেহেতু তিনি তৃণমূল করেন, সেই কারণেই তাঁকে হেনস্থা করা হচ্ছে ।

অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়, এই ঘটনায় রাজু সাহানিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে । সেই কারণেই তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই । দু'পক্ষের সওয়াল-জবাব শেষে রাজু সাহানির জামিন নামঞ্জুর করে তাঁকে 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

Last Updated :Sep 3, 2022, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.