ETV Bharat / business

Markets: আরলি ট্রেডে কিছুটা উন্নতি শেয়ার বাজারে

author img

By

Published : Sep 2, 2022, 7:16 PM IST

Markets News
আরলি ট্রেডে কিছুটা উন্নতি হল বাজারে

শুক্রবার প্রাথমিক বাণিজ্যে কিছুটা উন্নতি দেখা গেল বাজারে(Today Stock Market updates) ৷

মুম্বই, 2 সেপ্টেম্বর: মিক্সড গ্লোবাল মার্কেটে আগেরদিন পতনের পর শুক্রবার প্রাথমিক বাণিজ্যে বেঞ্চমার্ক সূচকগুলি ফের কিছুটা শুধরাতে শুরু করেছে । বিএসই সেনসেক্স 342.07 পয়েন্ট বেড়ে 59,108.66-এ পৌঁছেছে । একইভাবে, এনএসই নিফটি 101.05 পয়েন্ট বেড়ে 17,643.85-এ পৌঁছেছে (Share Market Latest News)। সেনসেক্স প্যাক থেকে এনটিপিসি, আইটিসি, বাজাজ ফাইন্যান্স, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, লারসেন অ্যান্ড টুব্রো, টাইটান, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং এশিয়ান পেইন্টস আরলি ট্রেডে সকলেই লাভের মধ্যে রয়েছে (Today Stock Market updates) ৷

পিছিয়ে পড়া সংস্থগুলির মধ্যে রয়েছে টাটা স্টিল, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি, আল্ট্রাটেক সিমেন্ট এবং বাজাজ ফিনসার্ভ । এশিয়ার অন্য বাজারগুলির থেকে সিওল এবং সাংহাইয়ের বাজারগুলি তুলনায় বেশি লেনদেন করেছে ৷ বৃহস্পতিবার মার্কিন বাজারগুলি বেশ উপরের দিকেই শেষ করেছিল । বৃহস্পতিবার বিএসই বেঞ্চমার্ক 770.48 পয়েন্ট বা 1.29 শতাংশ কমে 58,766.59-এ গিয়ে দাঁড়ায় । নিফটি 216.50 পয়েন্ট বা 1.22 শতাংশ কমে 17,542.80 এ পৌঁছেছে ।

আরও পড়ুন: অগস্ট মাসে জিএসটি থেকে সংগ্রহ বাড়ল 28 শতাংশ

এদিকে, ইন্টার ন্যশানাল ওয়েল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি মার্কিন ডলারে 1.87 শতাংশ বেড়ে 94.09 পৌঁছেছে । এক্সচেঞ্জ ডেটা অনুসারে বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এফআইআই) বৃহস্পতিবার 2,290.31 কোটি টাকার শেয়ার অফলোড করেছেন । সিনিয়র ভিপি প্রশান্ত তাপসে মেহতা জানিয়েছেন, এশীয় বাজারের মিশ্র সংকেতের কথা মাথায় রাখলে স্থানীয় বেঞ্চমার্ক সূচকগুলির শুক্রবারের প্রথম দিকে লাভ করার সম্ভাবনা রয়েছে, এবং যদি বৈশ্বিক সংকেতগুলি উন্নত হয়, তাহলে নিফটি আরও ওপরে ওঠার সম্ভাবনা রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.