ETV Bharat / business

Margadarsi Chit Funds: কর্ণাটকের কোলারে নতুন শাখা খুলল মার্গদর্শী চিট ফান্ড

author img

By

Published : Aug 21, 2023, 8:42 PM IST

Updated : Aug 21, 2023, 10:45 PM IST

কর্ণাটকে 22 তম শাখা খুলল চিট ফান্ড সংস্থা মার্গদর্শী ৷ সোমবার কর্ণাটকের কোলার শহরে এই শাখার উদ্বোধন হয় ৷

ETV Bharat
ফাইল ছবি

কোলার (কর্ণাটক), 21 অগস্ট: কর্ণাটকে তাদের 22 তম শাখা খুলল চিট ফান্ড সংস্থা মার্গদর্শী ৷ এই নিয়ে দেশে 109টি শাখা খুলল এই চিট ফান্ড সংস্থাটি ৷ সোমবার কর্ণাটকের কোলার শহরে সংস্থার এমডি শৈলজা কিরণ এই নতুন শাখাটির উদ্বোধন করেন ৷ এই উপলক্ষ্যে এদিন মার্গ দর্শী চিটের ডিরেক্টর পি লক্ষ্মণা রাও বলেন, "আজ কর্ণাটকে মর্গদর্শী চিট ফান্ডের 22 মত শাখার উদ্বোধন হল কোলার শহরে ৷ এটি এই রাজ্যের 22তম ও সংস্থার 109 তম শাখা ৷"

মার্গ দর্শী চিটের ডিরেক্টর কোলারবাসীর কাছে আবেদন জানিয়েছেন, এই আর্থিক সংস্থার সুবিধা নিতে ৷ তিনি জানিয়েছেন, এই শাখা থেকে এখনও পর্যন্ত 19 কোটি টাকার ব্যবসা হয়েছে, আশা করা হচ্ছে এই মাসের মধ্যে 26 কোটি টাকার ব্যবসা হবে ৷ এখানে প্রতি মাসে বিভিন্ন স্কিমে 2 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আমানতকারীরা ৷ এই স্কিমগুলির সময়সীমা যথাক্রমে 20,30, 40 ও 50 মাসের ৷

আরও পড়ুন: উদ্যোগ রত্ন সম্মানে রতন টাটাকে সম্মানিত করল মহারাষ্ট্র সরকার

রাও এদিন এই ব্রাঞ্চের ম্যানেজার হরিপ্রসাদ ও এখানকার অন্যান্য কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন ভোলো সূচনার জন্য ৷ তিনি জানান, তাঁর আশা আগামিদিনে আরও সাফল্য পাবে এই সংস্থা ৷ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন একটি বড় বিষয় ৷ মানুষের আর্থিক প্রয়োজনীয়তা ও চাহিদা মতো কাজ করবে এই সংস্থা ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, অক্টোবর মাসে কর্ণাটকের হাভেরি শহরে আরও একটি নতুন শাখা খোলা হবে ৷ এরজন্য কর্ণাটক সরকারের প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হবে ৷ চলতি অর্থবর্ষে বেঙ্গালুরুতে আরও দুই বা তার বেশি শাখা খুলতে পারে মার্গদর্শী চিট ফান্ড ৷ আগামী সময়ে কর্ণাটকে 50টির মতো শাখা খোলার পরিকল্পনা রয়েছে এই মার্গদর্শী চিট ফান্ড সংস্থার ৷

আরও পড়ুন: মার্গদর্শী চিট গ্রুপগুলি বন্ধ করার বিষয়ে চিট রেজিস্ট্রারের পাবলিক নোটিশে স্থগিতাদেশ আদালতের

Last Updated : Aug 21, 2023, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.