ETV Bharat / business

FRBM আইনের কার্যকারিতা কমায় দুর্বল হয়েছে অর্থনীতি

author img

By

Published : Jan 27, 2020, 7:56 PM IST

2003 সালে বাজপেয়ী সরকার ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট (FRBM অ্যাক্ট) তৈরি করে । যা কেন্দ্র ও রাজ্য উভয়ের জন্যই প্রযোজ্য । আইনটির উদ্দেশ্য ছিল কেন্দ্রের রাজস্ব ঘাটতির পরিমাণ শূন্যে নামানো এবং বাজেট ঘাটতির পরিমাণ GDP-র 3 শতাংশ বা তার কম করা ।

ছবি
ছবি

দিল্লি, 27 জানুয়ারি : আর চার দিন পরই কেন্দ্রীয় বাজেট । যে তথ্য দেশের বিভিন্ন মহল অধীর আগ্রহে জানতে অপেক্ষা করছে, তা হল বাজেট ঘাটতির পরিমাণ । যা বাজেটের দিন ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । গত জুলাইয়ের বাজেটে তিনি 2019-20 অর্থবর্ষের বাজেট ঘাটতির পরিমাণ জানিয়েছিলেন । যা দেশের GDP-র 3.3 শতাংশ অর্থাৎ প্রায় 7 লাখ কোটি টাকা ।

2003 সালে বাজপেয়ী সরকার ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট অ্যাক্ট (FRBM অ্যাক্ট) তৈরি করে । যা কেন্দ্র ও রাজ্য উভয়ের জন্যই প্রযোজ্য । আইনটির উদ্দেশ্য ছিল কেন্দ্রের রাজস্ব ঘাটতির পরিমাণ শূন্যে নামানো এবং বাজেট ঘাটতির পরিমাণ GDP-র 3 শতাংশ বা তার কম করা । যদিও, অর্থনীতিবিদরা মনে করছেন, FRBM আইনের কার্যকারিতা বর্তমানে অনেকটাই কমে গেছে আর তার জেরে দুর্বল হয়েছে অর্থনীতি ।

FBRM আইনটি নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক ফিন্যান্স অ্যান্ড পলিসির অধ্যাপক এন আর ভানুমূর্তি বলছেন, "FBRM আইনটি হল রাজস্ব ব্যয় থেকে মূলধন ব্যয় পর্যন্ত ব্যয় পরিবর্তনের একটি প্রক্রিয়া । এটি কোনও ব্যয় সংকোচন প্রক্রিয়া নয় ।"

New Delhi, Jan 27 (ANI): Speaking to ANI, BJP National Spokesperson GVL Narasimha Rao criticised Shashi Tharoor's statement that 'Jinnah philosophy is taking roots once again' and advised him to address this question to 'Rahul Jinnah'. "If Shashi Tharoor is saying that the Jinnah philosophy is taking roots once again, then, he should be addressing this question to his leader Rahul Jinnah. It is Rahul Gandhi and his entire family which pursued divisive politics just as Jinnah did," said GVL Narasimha Rao.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.